বিমান বাহিনীতে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

বিমানসেনা পদে বিমান বাহিনীতে চাকরির সুযো
বিমানসেনা পদে বিমান বাহিনীতে চাকরির সুযো  © সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিমান বাহিনীতে ‘বিমানসেনা’ পদে বিভিন্ন ট্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর। 

১। পদের নাম: সাইফার এসিস্ট্যান্ট
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি/বিকম/বিএ (স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম ১০০ নম্বর) / সমমান-এ ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে।

২। পদের নাম: টেকনিক্যাল ট্রেড
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।

৩। পদের নাম: নন-টেকনিক্যাল
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।

৪। পদের নাম: প্রভোস্ট
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।

বেতন ও ভাতা : প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন টাকা ৯,০০ (সকল ট্রেড), ২২,০০০ (সাইফার এসিস্ট্যান্ট) এবং অন্যান্য ভাতাদি। এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্মপোশাক ও চিকিৎসাসহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

জাতীয়তা: বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক।

বয়সসীমা: ১৬-২১ বছর (০৩ এপ্রিল ২০২৫ তারিখে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। (সকল ট্রেড)। সাইফার এসিস্ট্যান্ট: সর্বোচ্চ ২৮ বছর (০৩ এপ্রিল ২০২৫ তারিখে)।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)। (সকল ট্রেড)।

বিশেষ সুযােগ সুবিধা

বিদেশ গমন: পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ।

উচ্চ শিক্ষা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযােগ।

জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযােগ।

বাংলাদেশ দূতাবাস: বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়ােগ প্রাপ্তির সুযাগ।

সন্তানদের অধ্যয়ন: সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড আ্যারোস্পেস ইউনিভার্সিঁটি,বিইউপি, আর্ম ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম)-এ অধ্যয়নের সুযােগ।

বাসস্থান: নিরাপদ ও মনোেরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিবিত বাসস্থানের সুযােগ।

রেশন: ভর্তৃকি মূল্যে রেশন প্রাপ্তির সুযােগ।

চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসা; প্রয়ােজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযােগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ।

আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীরা বিমান বাহিনীর ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ২০০/- টাকা

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়েগে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ:

১। সাইফার এসিস্ট্যান্ট: আই কিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা।
২। টেকনিক্যাল ট্রেড: আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, গণিত, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা।
৩। নন-টেকনিক্যাল: আই কিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা।
৪। প্রভোস্ট: শারীরিক দক্ষতা যাচাই, আই কিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা।

বিঃ দ্রঃ প্রভোস্ট ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে 

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence