ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে গবেষণায় আগ্রহী খুঁজছে মন্ত্রণালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৯:১৩ AM , আপডেট: ১৩ মার্চ ২০২৩, ০৮:৪৪ AM
১৯৫২ সালেরর ভাষা আন্দোলনের পটভূমি ও বঙ্গবন্ধুর ভূমিকা বিষয়ে গবেষণা সম্পাদনের জন্য গবেষণা প্রতিষ্ঠান/পরামর্শক প্রতিষ্ঠান খুজছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। আগ্রহী প্রতিষ্ঠানকে আগামী ২৮ মার্চের মধ্যে আগ্রহব্যক্তরণ আবেদন জমা দিতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এ কাজে সহায়তা দিচ্ছে জামুকা।
মন্ত্রণালয়/বিভাগ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
সংস্থা: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)
আগ্রহব্যক্তকরণ আহ্বানকারী কর্তৃপক্ষের নাম ও ঠিকানা: প্রকল্প পরিচালক, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, কক্ষ নং-১৩০৭, জাতীয় স্কাউট ভবন (১৩তম তলা), ৬০ কাকরাইল, ঢাকা-১০০০, ফোন: 02226664438, ইমেইল : nurlaminnahid@gmail.com
ক্রয়/সংগ্রহ পদ্ধতি: গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি (QCBS)
কাজের নাম: ১৯৫২ সালের ভাষা আন্দোলন এর পটভূমি ও বঙ্গবন্ধুর ভূমিকা বিষয়ে গবেষণা সম্পাদন।
আগ্রহব্যক্তকরণ আবেদন গ্রহণের শেষ তারিখ ও সময়: আগামী ২৮ মার্চ, ২০২৩ দুপুর ১টা পর্যন্ত।
আরও পড়ুন: নিয়োগ দেবে শ্রীলঙ্কার বাণিজ্যিক ব্যাংক, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
গবেষণা প্রতিষ্ঠান/পরামর্শক প্রতিষ্ঠানের যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রয়োজনীয় যোগ্যতা
(১) আগ্রহী গবেষণা/পরামর্শক প্রতিষ্ঠান বা গবেষণা দলের মুখ্য সদস্যদের ভাষা আন্দোলন / মুক্তিযুদ্ধ/ শান্তি ও যুদ্ধ/ ইতিহাস বিষয়ে সফলভাবে কমপক্ষে তিনটি গবেষণাকার্য সম্পাদনের অভিজ্ঞতা
(২) গবেষণা দলের দলনেতা ও উপনেতার মানবিক/কলা/মানবসম্পদ/ইতিহাস/সাহিত্য ও সম্পৃক্ত বিষয়ে ন্যূনতম পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং সাত বছরের গবেষণা করার অভিজ্ঞতা
(৩) গবেষণাদলের দলনেতা ও উপনেতার বাংলাদেশের প্রেক্ষিতে গবেষণাকার্য পরিচালনা ও বাস্তবায়নের অভিজ্ঞতা; এবং
(৪) গবেষণা দলের মুখ্য সদস্যদের বাংলা ও ইংরেজী ভাষায় মানসম্মত গবেষণা প্রতিবেদন লেখার অভিজ্ঞতা।
(খ) অতিরিক্ত যোগ্যতা
(৫) গবেষণা দলের দলনেতা ও উপনেতার মানবিক / কলা/মানবসম্পদ/ইতিহাস/সাহিত্য ও সম্পৃক্ত বিষয়ে পিএইচডি ডিগ্রি; এবং
(৬) আগ্রহী গবেষণা প্রতিষ্ঠান/পরামর্শক প্রতিষ্ঠান বা গবেষণা দলের মুখ্য সদস্যদের উন্নয়ন সহযোগী বা সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণাকার্য সম্পাদনের অভিজ্ঞতা।
গবেষণা কাজ শুরু ও সমাপ্তির সম্ভাব্য তারিখ: ০১ জুন থেকে ৩০ নভেম্বর।
অন্যান্য বিষয়াদি (প্রযোজ্য ক্ষেত্রে)
আগ্রহব্যক্তকরণ আবেদন একটি বন্ধ থামে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে দাখিল করতে হবে। খামের উপর স্পষ্টভাবে লিখতে হবে '১৯৫২ সালের ভাষা আন্দোলন এর পটভূমি ও বঙ্গবন্ধুর ভূমিকা বিষয়ে গবেষণা সম্পাদনের জন্য আগ্রহব্যক্তকরণ আবেদন'।