বইমেলায় উজান প্রকাশনীর স্টল বন্ধ, হামলার শঙ্কা

উজান প্রকাশনীর স্টল বন্ধ
উজান প্রকাশনীর স্টল বন্ধ  © সংগৃহীত

কবি ও শিক্ষক সোহেল হাসান গালিবের সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়েছে। তার বিরুদ্ধে কবিতায় ‘নবীকে কটাক্ষ’ করার অভিযোগ ওঠেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কবিকে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, ‘আমার খুতবাগুলি’ নামে ওই বইটি ‘উজান প্রকাশনী’ নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। বইমেলায় স্টলে হামলার শঙ্কায় টানা চার দিন ধরে স্টলটি বন্ধ রয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সরেজমিনে উজানের স্টলে গিয়ে দেখা যায়, স্টলটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে প্রকাশনীর বইগুলো। 

উজানের প্রকাশক ও লেখক ষড়ৈশ্বর্য মুহাম্মদ বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে হামলার হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণেই আমরা স্টল বন্ধ রেখেছি।’

উজানের স্টল বন্ধ থাকার বিষয়ে বইমেলা টাস্কফোর্স উপকমিটির আহ্বায়ক সেলিম রেজা ডটকমকে বলেন, ‘বইমেলা পরিচালনা কমিটি থেকে কোনো স্টলই বন্ধ করা হয়নি। প্রকাশকই তার স্টল বন্ধ রেখেছেন।’

এর আগে বইমেলায় তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে ‘সব্যসাচী’ স্টলে হামলা ও হট্টগোল করে স্টলটি বন্ধ করে দেওয়া হয়। 


সর্বশেষ সংবাদ