কবি শাহারিয়ার আহামেদের কাব্যগ্রন্থ ‘চিরন্দ্রিকা’র মোড়ক উম্মোচন

কবি শাহারিয়ার আহামেদের কাব্যগ্রন্থ ‘চিরন্দ্রিকা’র মোড়ক উম্মোচন
কবি শাহারিয়ার আহামেদের কাব্যগ্রন্থ ‘চিরন্দ্রিকা’র মোড়ক উম্মোচন  © টিডিসি ফটো

অমর একুশে বইমেলা-২০২৩ এ প্রকাশিত হয়েছে তরুণ কবি শাহরিয়ার আহমেদ সায়েমের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘চিরন্দ্রিকা’। বইটি পাওয়া যাচ্ছে রাজধানীর বইমেলায় ৪৯৪নং স্টলের আলোর ঠিকানা প্রকাশনী আর অনলাইন শপ রকমারীতে।

ছোট-বড় ৭৩টি একেকটি গদ্য আর পদ্যের পঙতিমালায় একেকটি দৃশ্য ফুটিয়ে তোলা সাহিত্যের তুলিতে। কবিতায় চরিত্র সাজাতে রচয়িতা নিজেই সেজেছেন বহুমাত্রিক রূপে। কখনো সাজেন শ্রমিক, কখনো সাজেন প্রেমিক। প্রেম, দ্রোহ, সামাজিক টানাপোড়নের সম্মিলিত আয়োজনের কাব্যগ্রন্থ ‘চিরন্দ্রিকা’।

গতকাল বুধবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে কাব্যগ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উম্মোচন হয়। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে চিরন্দ্রিকা নিয়ে আলোচনায় অংশ নেন ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ‘মানবিক পুলিশ খ্যাত’ শওকত হোসেন।

আরও পড়ুন: তিন স্তরের নিরাপত্তায় থাকবে বইমেলা

এছাড়া আরও উপস্থিত ছিলৈন ইউনিটির সহ-সাধারণ সম্পাদক নুর উল্যাহ কায়সার, কবি ও কলাম লেখক  শফিউল হক, কবি শাহাদাত হোসেন, কবি আলাউদ্দিন আদর।

অনুভূতি ব্যক্ত করেন চিরন্দ্রিকা লেখক শাহরিয়া আহমেদ সায়েম। এনসিটিএফ প্রেসিডেন্ট ফারজানা আক্তার অহনার সঞ্চালনায় অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এম এ জাফর, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, দৈনিক ফেনীর সময় চীফ রিপোর্টার আরিফ আজম প্রমুখ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী ও পাঠক অংশ নেন।


সর্বশেষ সংবাদ