শেকৃবিতে শিক্ষার্থীদের লেখা নতুন বইয়ের মোড়ক উন্মোচন

নতুন বই এর মোড়ক উন্মোচন
নতুন বই এর মোড়ক উন্মোচন  © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘An Overview of Basic Agriculture’ শীর্ষক নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপাচার্যের কনফারেন্স কক্ষে এই মোড়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বইটি এই বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক স্বপ্নবাজ তরুণদের ১৮ মাস অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি হয়েছে। এতে ১৮ টি ডিসিপ্লিনের কৃষি শিক্ষাকে নতুন আঙ্গিকে, ছক, টার্মিনোলজি আর সামারি  Based করা হয়েছে। বইটি জুলাই বিপ্লবের সকল বীরদের প্রতি উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘আমার কাছে অনেক মেটেরিয়ালস আছে, কিন্তু লেখার সাহস পাচ্ছি না, অনেক পরিশ্রমের ব্যাপার। আমার বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীরা এই সাহস দেখিয়েছে এবং বাস্তবে রূপ দান করেছে। তাই তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইলো। নতুন যারা ভর্তি হবে তাদের জন্য গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বইটি।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির কৃষি অনুষদের সাবেক  অধ্যাপক মো. ফজলুল করীম,  পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. মো. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, ইনস্টিটিউট অফ সীড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, কেন্দ্রীয় ল্যাবের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. জামিলুর রহমান, ছাত্র পরামর্শ নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক, নবাব সিরাজ উদ দ্দৌলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ফিরোজ মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


সর্বশেষ সংবাদ