সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে বাকৃবি শিক্ষার্থী রিফাত
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০৯:৪৯ AM , আপডেট: ১৬ জুন ২০২৩, ০৯:৪৯ AM
নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফরিদুজ্জামান রিফাত (২২) নামের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার ইন চার্জ মো. সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ জুন) বেলা রাত সাড়ে ১০টার দিকে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজারের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র নেত্রকোনার পূর্বধলার আগিয়া ইউনিয়নের উকুয়াকান্দা গ্রামের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুস সাত্তারের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিএনজিটি রাস্তায় ফেলে রাখা বালুর স্তূপ পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়, এতে তিনজন গুরুতর আহত হয়। এরপর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। সেখানে ফরিদুজ্জামান রিফাত মারা যান।
পূর্বধলা থানার অফিসার ইন চার্জ মো. সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র রিফাতের মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই রিফাত মারা যান। নিহত রিফাতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।