ড্যাব নেতারা পদ ফিরে পাওয়ায় জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতাদের স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে। এ উপলক্ষ্যে মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদল নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে শোকরানা আদায়, শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করেন করেন বিভিন্ন মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতারা। সদস্যপদের স্থগিতাদেশ প্রত্যাহার করা নেতারা হলেন- বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু , ডা. মো. খায়রুল ইসলাম, ডা. এম এ কামাল, ডা. মো. ফারুক হোসেন ও ডা. মো. মাহবুব আরেফিন রেজানুর রঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন-বিএমএ ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, বিএনপির সহ পরিবার কল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান, অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, ডা. মো. খায়রুল ইসলাম, মো. আজহারুল ইসলাম ,ডা. আলী আকবর আশরাফী, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহানসহ তিন শতাধিক চিকিৎসক।
আরও পড়ুন: ঢাবি আইবিএ ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশ, কমিউনিকেশন টেস্টের তারিখ ঘোষণা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের এই সংকটকালে অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যথাযথ দায়িত্ব পালন করতে পারেন, সে দোয়া করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র যাতে পুনঃপ্রতিষ্ঠা হয়, সেই দোয়াও করেন নেতারা।