জাবিতে প্রথম ধাপের ভর্তি শেষে আসন ফাঁকা ৭৭৩টি
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ মে ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের ভর্তি শেষে ৭৭৩ টি আসন ফাঁকা রয়েছে। আজ মঙ্গলবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট সাতটি ইউনিটে ৭৭৩টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ছেলেদের ৩৯৯টি এবং মেয়েদের ২৭৪টি আসন রয়েছে ফাঁকা রয়েছে।
সবচেয়ে বেশি আসন শূন্য রয়েছে ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে। ছেলেদের ৯৮ টি এবং মেয়েদের ৮৫টি করে আসন ফাঁকা রয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (ju-admission.org) এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷