কুবিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দ শুরু কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:১২ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ও ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিভাগ (Subject Choice) নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ২৫ এপ্রিল ২০২৫ থেকে। চলবে ১ মে ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://cou.admission-aid.com) লগইন করে শিক্ষার্থীরা নিজ নিজ প্যানেল থেকে পছন্দ অনুযায়ী বিভাগ নির্বাচন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিভাগ নির্বাচনকালে কোটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় এবং ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেইজে (https://www.facebook.com/comillauniversityofficial) প্রকাশ করা হবে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল ২০২৫ তারিখে।