কুবি ‘এ’ ইউনিটে পাসের হার ৩৪.০৫%, ‘সি’ ইউনিটে ৬৯.৭৫%

কুবি লোগো
কুবি লোগো   © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২৪-২৫ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফল আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১২ টার পর থেকে ওয়েবসাইট প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটে ৩৫০ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল ৩২ হাজার ৬৫৭ জন, উপস্থিত ছিল ২১ হাজার ৯৯৪ জন এবং উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৪৮৯ জন। সর্বোচ্চ নম্বর ৭৭ ও পাসের হার ৩৪.০৫ শতাংশ। 

এছাড়াও ‘সি’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৯৫২ জন, উপস্থিত ছিল ৭ হাজার ৬৪৬ জন এবং উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৩৩৩ জন। সর্বোচ্চ নম্বর ৮৮ ও পাসের হার ৬৯.৭৫ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) জানান, ‘সি’ ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। আগামীকাল ২৩ এপ্রিল (বুধবার) থেকে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


সর্বশেষ সংবাদ