কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার(২২ এপ্রিল) প্রকাশিত হবে। সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) বলেন, ‘সি’ ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। বিদ্যুৎ না থাকার কারণে ‘এ’ ইউনিটের রেজাল্ট তৈরি করতে একটু বিলম্ব হয়েছে। মঙ্গলবার আমরা ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করব।

আরো পড়ুন: ঢাবির দুই ইউনিটের পূর্ণ ও একটির আংশিক বিষয় বরাদ্দ প্রকাশ

জানা গেছে, ‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্র ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিল ৭ হাজার ৬৪৬ জন। উপস্থিতির হার ৭৬ দশমিক ৮৩ শতাংশ। ‘এ’ ইউনিটে ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী বিপরীতে ২১ হাজার ৯৯৯ জন পরীক্ষা দেন।

এই ইউনিটে উপস্থিতির হার ছিল ৬৭ দশমিক ৫৩ শতাংশ। গত ১৯ এপ্রিল সকাল ১০ টায় সি ইউনিট এবং বিকেল ৩টায় এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ