ঢাবির দুই ইউনিটের পূর্ণ ও একটির আংশিক বিষয় বরাদ্দ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে। দুই ইউনিটের পূর্ণাঙ্গ এবং একটির আংশিক বিষয় মনোনয়ন দিয়েছে কর্তৃপক্ষ। সাক্ষাৎকারের তারিখও ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ওয়েবসাইটে জানানো হেয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির প্রথম ধাপের বিষয় বরাদ্দ (ব্যবসায় শিক্ষা ইউনিটের ব্যবসায় শিক্ষা শাখা ব্যতীত) প্রকাশ করা হয়েছে। বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে আগাম টাকা (অফেরৎযোগ্য) জমা দিয়ে ইউনিট কর্তৃক ঘোষিত সাক্ষাৎকারের নির্ধারিত তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গ্রেড/মার্ক-শীটসহ সশরীরে হাজির হতে হবে। ইউনিট অফিস মূল মার্ক/গ্রেড-শীটগুলো জমা রাখবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান  ইউনিট এর প্রথম ধাপের বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৭ থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মানবিক শাখার সাক্ষাৎকার ২৭ ও ২৮ এপ্রিল এবং বিজ্ঞান ও বাণিজ্য শাখার সাক্ষাৎকার ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিষয় মনোনয়ন প্রকাশের পর বিস্তারিত সাক্ষাতকার সূচি সংশ্লিষ্ট ইউনিটের নোটিশ সেকশনে পাওয়া যাবে।

আরো পড়ুন: ডাকসু নির্বাচন ঈদুল আজহার পরে

বিজ্ঞান ইউনিটের প্রথম ধাপের বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিষয় মনোনয়ন  প্রকাশের পর বিস্তারিত সাক্ষাতকার সূচি বিজ্ঞান ইউনিটের নোটিশ সেকশন এ পাওয়া যাবে।

এর আগে ব্যবসায় শিক্ষা ইউনিটের শুধু বিজ্ঞান ও মানবিক শাখার ফলাফল প্রকাশ করা হয়েছে। বাণিজ্য শাখার উপস্থিত পরীক্ষার্থীদের শুধু এমসিকিউ অংশের পরীক্ষা আগামী ১৭ মে বিকেল ৩টায় পূর্ব নির্ধাতির অঞ্চলে নতুন আসনবিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিস্তারিত ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd/) জানা যাবে।


সর্বশেষ সংবাদ