সরকারি মেডিকেলে দ্বিতীয় মাইগ্রেশন কবে, যা জানা যাচ্ছে

এমবিবিএস কোর্সে ভর্তির দ্বিতীয় মাইগ্রেশন ঈদের আগে হচ্ছে না
এমবিবিএস কোর্সে ভর্তির দ্বিতীয় মাইগ্রেশন ঈদের আগে হচ্ছে না  © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তির দ্বিতীয় মাইগ্রেশন ঈদের আগে হচ্ছে না। ঈদের ছুটি শেষে এ কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৩ মার্চ) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন বলেন, দেশের সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা আসন্ন ঈদুল ফিতরের পর প্রকাশিত হবে। বিষয়টি আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে।

আরো পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ

জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলে ৫ হাজার ৩৮০ পরীক্ষার্থী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন। এর মধ্যে ১৯৩ জন মুক্তিযোদ্ধার কোটায় ও ৩৪৮ জন পশ্চাৎপদ জাতিগোষ্ঠী কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫ হাজার ৭২ জন।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৬০ হাজার ৯৫ শিক্ষার্থী। পাসের হার ৪৫ দশমিক ৬২। ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।


সর্বশেষ সংবাদ