ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশের দিনক্ষণ জানা গেল
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০৮:০৪ PM

আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আজ মঙ্গলবার (১৮) সন্ধ্যায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।
তিনি বলেন, আগামী ২০ মার্চ ফলাফল প্রকাশের জন্য উপাচার্যের নিকট মৌখিক অনুমোদন চাওয়া হয়েছিল। পরে তিনি ওই দিনই সম্মতি জ্ঞাপন করেন৷ আমরা আশা করছি, ওই দিনই ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল প্রকাশিত হবে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসন রয়েছে।