২০ মার্চের মধ্যে জবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:৪৬ PM , আপডেট: ১১ মার্চ ২০২৫, ০৪:০১ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) এবং ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) এর ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২০ মার্চের মধ্যে প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানান, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট অনুষদের ডিনরা ভালো বলতে পারবেন। আমি যতটুকু জানি, ফলাফল প্রকাশের কাজ চলছে এবং দ্রুতই তা প্রকাশ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন জানান, ‘ফলাফল প্রসেসিংয়ের কাজ চলছে। অনুষদগুলো সেন্ট্রাল কমিটিতে ফলাফল জমা দিয়েছে। এখন ভুল-ত্রুটি সংশোধনের কাজ চলছে, যা সম্পন্ন হতে আরও এক-দুই দিন লাগতে পারে।’
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, ‘আমরা আমাদের ইউনিটের ফলাফল তৈরি করে ইতোমধ্যে সেন্ট্রাল কমিটিতে জমা দিয়েছি। তবে, কবে প্রকাশ করা হবে তা সেন্ট্রাল কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
ফলাফল প্রকাশের বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া জানান, ‘আমাদের ইউনিটের ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে। ২০ মার্চের মধ্যে প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং গত ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৮৫ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৯৭৪ জন। বিজনেস স্টাডিজ অনুষদের ‘ডি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ২৪ হাজার ৯৫৭ জন।