ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল কবে, যা জানা যাচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেছে। এই ইউনিটের ফলাফল আগামী সপ্তাহের রবিবার অথবা সোমবার প্রকাশ করা হতে পারে। অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান রবিবার (২ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডিনের সঙ্গে কথা বলে জেনেছি ফলাফল চূড়ান্ত করার কাজ চলছে। এরপর আমাদের কাছে দিলে আমরা ৪৮ ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। এরপর ফল প্রকাশ করা হবে।

আরো পড়ুন: গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে আবেদনের ইউনিটভিত্তিক শর্ত প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম

আগামী সপ্তাহের রবি বা সোমবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ হতে পারে জানিয়ে তিনি আরও বলেন, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশের সময়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

গত ২৫ জানুয়ারি দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই ইউনিটে আসন রয়েছে দুই হাজার ৯৩৪টি।


সর্বশেষ সংবাদ