রাবি ভর্তি আবেদনে তিন পরিবর্তন আজকের মধ্যে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ AM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে সোমবার (২৪ ফেব্রুয়ারি)। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন করা যাবে। এ সময়ের মধ্যেই তিনটি তথ্যের পরিবর্তন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ছবি পরিবর্তন করতে চাইলে ‘Student Panel’-এ ‘Update Photo’-এর মাধ্যমে আজ ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে করতে হবে। পরীক্ষার অঞ্চল পছন্দক্রম পরিবর্তন করতে চাইলে ‘Student Panel’-এ ‘Update Zones’-এর মাধ্যমে একই সময়ের মধ্যে করতে হবে।
প্রশ্নপত্রের ভাষা পরিবর্তন করতে চাইলে ‘Student Panel’-এ ‘Update Question Language’-এর মাধ্যমে আজ ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে করতে হবে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এ প্রক্রিয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আরো পড়ুন: রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদনের সুযোগ শেষ হচ্ছে আজ
এর আগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন শেষ হয়েছে ২০ ফেব্রুয়ারি রাত ১২টায়। নির্ধারিত সময়ে তিন ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ১৪ হাজার ২৩৮টি। প্রতিটি ইউনিটে (‘এ’, ‘বি’, ‘সি’) ৯২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সে হিসাবে তিন ইউনিট মিলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ২ লাখ ৭৬ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।