জবি ‘ডি’ ইউনিটের প্রথম শিফটে উপস্থিতির হার ৮৬ শতাংশ   

জবি লোগো
জবি লোগো   © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৬ শতাংশ। প্রথম শিফটে পরীক্ষার্থী ছিলেন ১২ হাজার ৪৭৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ৮৪৪ জন। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এদিন সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দ্বিতীয় শিফটের পরীক্ষা চলবে বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য লড়ছেন ৪৩ জন।
 
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।

প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি প্রক্রিয়ায় ছিল। দীর্ঘ ৪ বছর পর সেই গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। 


সর্বশেষ সংবাদ