চবিতে ভর্তি: সংশোধনী ফি জমা ও তথ্য সংশোধন ২৬ জানুয়ারি পর্যন্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ১১:০১ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া সোমবার (২০ জানুয়ারি) শেষ হয়েছে। তবে আবেদনকারীরা প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের সংশোধন ফি’র ৩০০ টাকা ২৬ জানুয়ারি পর্যন্ত দিতে পারবেন। এ সময়ের মধ্যে তথ্যও সংশোধন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, আবেদনকারীরা রকেট অ্যাপস এর মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের সংশোধন ফি (৩০০ টাকা) ২৬ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে পারবেন। প্রোফাইলের তথ্যও সংশোধন করতে পারবেন। ওয়েবসাইটে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে এ ফি দেওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। পরে সময় পাঁচদিন বাড়ানো হয়। আর আবেদন শুরু হয়েছিল গত ৩ জানুয়ারি। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।
আরো পড়ুন: চবির ভর্তিতে প্রত্যেক বিভাগে থাকছে পোষ্য কোটা, পুরোপুরি বাতিলে কমিটি
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, এবার কোটাধারীদের পাস নম্বর বাড়িয়ে ৪০ করা হয়েছে। গত বছর ছিল ৩৫। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে (https://admission.cu.ac.bd)-এ অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে ভর্তিচ্ছুদের আবেদন সম্পন্ন করতে হবে।
আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। এ ছাড়া ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলি চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।