শেষ হলো বিইউপির প্রথম শিফটের ভর্তি পরীক্ষা

বিইউপি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বিইউপি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত   © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে শুরু হলো এবারের বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শুক্রবার দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

470182800_1151753126955274_4591350819496334376_n

পরদিন ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং  বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

এই ভর্তি পরীক্ষা (লিখিত-এমসিকিউ) শুধু ঢাকায় বিইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এর আগে গত ২৮ নভেম্বর এই ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ