জাবিতে আন্দোলনের কারণে ভর্তি কমিটির সভা স্থগিত, হয়নি সিদ্ধান্ত
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৭ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৭ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সভা স্থগিত করা হয় বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা। ফলে ভর্তি পরীক্ষার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দ মোহাম্মদ আলী রেজা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ভর্তি কমিটির সভা স্থগিত করা হয়েছে। তবে নতুন করে কোনও তারিখ নির্ধারণ করা হয়নি। উপাচার্যের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, রোববার (২৪ নভেম্বর) জাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভা হওয়ার কথা ছিল। এতে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল নীতি নির্ধারকদের। এর আগে কমিটির প্রথম ও প্রাথমিক সভা হয়েছে গত ১৩ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: গুচ্ছে থাকতে চায় না বাকৃবি, শেকৃবির ভর্তি কীভাবে?
যদিও প্রথম সভায় ভর্তি সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে একাধিক সূত্র। রোববারের সভায় এ সংক্রান্ত দিনক্ষণ চূড়ান্ত করার কথা ছিল। আগের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেছিলেনন, ভর্তি কমিটির প্রাথমিক সভা হয়েছে। কিন্তু সভায় ভর্তি পরীক্ষা কবে, কীভাবে নেওয়া হবে এসব বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ২৪ নভেম্বর আবার ভর্তি কমিটির সভা ডাকা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাচি। এ ঘটনায় বিচার দাবিতে আন্দোলন করছেন তার সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।