কৃষিগুচ্ছে ভর্তির বিশেষ মডেল টেস্ট

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা   © সংগৃহীত

১। দুটি ভেক্টর রাশির ক্রস এবং ডট গুণফলের মান সমান হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে—

উত্তর: 450

২। A-21+31-5k mi+21-10k.m এর মান যা হলে ভেক্টদের পরস্পরের উপর লম্ব হবে

উত্তর: 22

৩। একটি 100 kg ভরের একটি বস্তুর উপর 10s ক্রিয়া করে একে স্থিতিশীল অবস্থা হতে 200 m টেনে নিয়ে গেলে বলের মান

উত্তর: 400N

৪। 1000kg ভরবিশিষ্ট একটি গাড়ি সমান্তরাল রাস্তায় 10ms সমগতিতে চলা অবস্থায় বিপরীত দিকে 400N বল অনুভব করে। এ অবস্থায় গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা হলো—

উত্তর: 4kW

৫। সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত একটি বস্তুর স্পন্দনের বিস্তার A হলে, বস্তুটির গতিশক্তি সর্বোচ্চ হবে সরণ –

উত্তর: 0

৬। একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.04 m প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়। গুলিটি ঐ দেয়ালের মধ্যে আর প্রবেশ করতে পারতো উত্তর: 0.013m

৭। স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 2 m দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 2m দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে

উত্তর: 0.41 sec

৮। পারদ ও কাচের মধ্যে স্পর্শকোণ হবে

উত্তর: স্থূলকোণ

৯। T টানে টানা একটি তারের মধ্য দিয়ে চলমান একটি তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য । যদি তারে টান বৃদ্ধি করে 4T করা হয় তাহলে তরঙ্গদৈর্ঘ্য হবে—

১০। উপসুরের কম্পাঙ্ক মূলসুরের কম্পাঙ্কের দ্বিগুণ হলে তাকে বলে—

উত্তর: অষ্টক।

১১। দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটি একটি

উত্তর: অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।

১২। কোনো কারখানায় সব বৈদ্যুতিক যন্ত্রপাতির জন্য মোট 22kw ক্ষমতার প্রয়োজন। 220V লাইনের মূল লাইনে অন্তত যত প্রবাহ বহনক্ষম তার লাগাতে হবে

উত্তর: 100 A

১৩। ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় চিড় দুটির মধ্যবর্তী দূরত্ব 2.0mm। এ চিড় হতে 1m দূরত্বে পর্দার উপরে ডোরার প্রস্থ 0.295mm পাওয়া গেলে আলোর তরঙ্গদৈর্ঘ্য

উত্তর: 5900 A

১৪। একটি মুক্ত ইলেট্রন ক্যাথোড-রে টিউবে ছুটে চলার সময়ে, যদি চুম্বক ক্ষেত্রটি চলার পথের 90° কোণে পৃষ্ঠার তল বরাবর স্থাপন করলে ইলেকট্রনটির গতিবেগ ও দিক হবে

উত্তর: একই থাকবে এবং একই দিকে চলবে

১৫। একটি আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে 480 nm হলে কাচে [1 = 1.5] তরঙ্গদৈর্ঘ্য হবে —

উত্তর: 320nm

১৬। একটি ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর হতে নিম্নতর শক্তিস্তরে গমন করলে 1 ev এর শক্তি বিকীর্ণ করলে ঐ বিকীর্ণ শক্তির তরঙ্গদৈর্ঘ্য

উত্তর: 1240nm

১৭। দুই ঘণ্টা পর কোনো তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণের 16 অংশ অক্ষত থাকে। উক্ত তেজস্ক্রিয় বস্তুর অর্ধায়ু হলো

উত্তর: 30 min

১৮। 4.5 x 1030 kg ভরের একটি নক্ষত্র কৃষ্ণগহ্বরে পরিণত হলে এর ব্যাসার্ধ হবে—

উত্তর: 6.7 km

১৯। H ও V যথাক্রমে কোনো স্থানের চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উল্লম্ব উপাংশ। যেখানে বিনতি কোণ 60° সেখানে

উত্তর: V = √3H

২০। হাইড্রোজেন পরমাণুর প্রোটন ও ইলেকট্রনের মধ্যে বৈদ্যুতিক বল 8.1 x 10s N হলে, কণা দুটির মধ্যে দূরত্ব

উত্তর: 53 x 10-12 m

২১। একটি 4s ইলেক্ট্রনের n, 1 3m মান

উত্তর: (4,0,0)

২২। আলফা রশ্মির আপেক্ষিক চার্জ

উত্তর: (+2)

২৩। লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য

উত্তর: 647-700nm

২৪। শিখা পরীক্ষায় হলদেটে-সবুজ রং দিলে লবণটিতে উপস্থিত

উত্তর: Barium

আরও পড়ুন : গুচ্ছের প্রতি ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা

২৫। ‘Milk of lime’ বলতে বুঝায়

উত্তর: সোডিয়াম সালফাইড, সায়ানাইড, অ্যামিন ইত্যাদি যুক্ত Ca(OH)2

২৬। PCI যৌগটিতে ক্লোরিনের সংকরণ হলো

উত্তর: SP3

২৭। পাইরোফসফরিক এসিডের সংকেত

উত্তর: H4P2O7

২৮। শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক

উত্তর: molL-1S-1

২৯। হাইড্রোসিড সমূহের তীব্রতা নির্ভর করে

উত্তর: অণুস্থ ঋণাত্বক আয়নের আকারের উপর

৩০। যে উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে

উত্তর: NaCl

৩১। কাচের যন্ত্রপাতিকে ইথানল দিয়ে ধৌত করতে হয় কারণ এর দ্বারা

উত্তর: অনুজীব দ্রবীভূত হয়

৩২। বুনসেন বার্নারে অনুজ্জ্বল শিখায় জারণ মণ্ডলে সর্বোচ্চ তাপমাত্রা থাকে উত্তর: 1570 ° C

৩৩। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের যে উপাদানটি ক্রিয়াশীল হয়

উত্তর: নাইট্রোজেন

৩৪। 8g He গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ হলো

উত্তর: PV = 2RT

৩৫। ফ্রিয়ন-১১ (Freon-11) গ্যাসের সংকেত

উত্তর: CFCI3

৩৬। (CH3)3CBr ও জলীয় NaOH এর বিক্রিয়ার শ্রেণি

উত্তর: SN1

৩৭। জৈব যৌগের কার্যকরী মূলকসমূহের IR বর্ণালিতে তরঙ্গদৈর্ঘ্য

উত্তর: 2.5µm – 25µm

৩৮। টলেন বিকারক হলো

উত্তর: অ্যামোনিয়াক্যাল AgNO3 দ্রবণ

৩৯। গ্লুকোজ অণুতে কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে

উত্তর: ৪টি

৪০। একটি তীব্র এসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক

উত্তর: মিথাইল অরেঞ্জ ও মিথাইল রেড

৪০। 1mol H2 + O2→H2O এই জারণ বিক্রিয়ায় যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন

উত্তর: 193000 C

৪১। মায়োসিস কোষ বিভাজনের যে ঋণে ক্রসিংওভার ঘটে

উত্তর: প্যাকাইটিন

৪২। DNA পরিমাপের একক

উত্তর: পিকোগ্রাম = (১ পিকোগ্রাম = ১০-১২ গ্রাম)

৪৩। কেবল তামাক গাছকেই আক্রমণ করে

উত্তর: TMV ভাইরাস

৪৪। টিউলিপ ফুলে বর্ণ বৈচিত্র্য তৈরি করে

উত্তর: ভাইরাস

৪৫। যে পোকা দ্বারা পেঁপের রিংস্পট রোগের ভাইরাস সংক্রমিত হয়

উত্তর: PRSV (Papaya a Ring Spot Virus)

৪৬। Ectocarpus এ যে ধরনের অযৌন রেনু দেখা যায়

উত্তর: জুস্পোর

৪৭। আলুর বিলম্বিত ধ্বসারোগ সৃষ্টিকারী জীবাণু হলো—

উত্তর: Phytophthora

৪৮। গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়

উত্তর: Lobaria Ramalina

৪৯। প্রোটোনেমা যে উদ্ভিদে পাওয়া যায়

উত্তর: মস

৫০। ফার্নের কাণ্ডকে বলে

উত্তর: রাইজোম

৫১। সূর্যমুখী ফুলের অমরা বিন্যাস হলো

উত্তর: মূলীয়

৫২। Poaceae গোত্রের উদ্ভিদের ফলকে বলা হয়

উত্তর: ক্যারিওপসিস

৫৩। যে জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে মূলে পানি শোষণ করে

উত্তর: অভিস্রবণ

৫৪। প্রচুর হিউমাস থাকে

উত্তর: বন সম্প্রদায়ের ভূ-সংলগ্ন স্তরে

৫৫। আমাজন বন যে অঞ্চলভুক্ত

উত্তর: Neotropical

৫৬। বোস্তামি কাছিমের বৈজ্ঞানিক নাম

উত্তর: Aspideretes nigricans

৫৭। আমিষ জাতীয় উপাদান কিন্তু এনজাইম নয়

উত্তর: গামা, গ্লোবিউলিন

৫৮। প্রোটিন, কার্বোহাইড্রেট ও স্নেহ বস্তুর বিপাক নিয়ন্ত্রণ করে

উত্তর: কর্টিসল

৫৯। প্রতি মাইক্রোলিটার রক্তে লিম্ফোসাইট থাকে

উত্তর: ১৬৮০টি

৬০। স্যাফেনা পার্ভা শিরা যে শিরায় উন্মুক্ত

উত্তর: পপলিটিয়াল

৬১। মানব রেচনতন্ত্রের অংশ নয় অ্যাড্রেনাল

উত্তর: গ্রন্থি

৬২। ফিবুলা হাড়টির মাতৃকার কোষ

উত্তর: অস্টিওসাইট ও অস্টিকোস্ট

৬৩। নিউরনের কোষ দেহকে বলে

উত্তর: নিউরোসাইটন

৬৪। যে হরমোন জরায়ুর সংকোচন ঘটায়

উত্তর: ইস্ট্রোজেন

৬৫। ডিপ্লয়েড জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে বলে

উত্তর: নিষেক

৬৬। পুনরাবৃত্তি মতবাদ প্রবর্তন করেন

উত্তর: হেকেল

৬৭। আলোর প্রতি উইপোকা যে ধরনের ফটোট্যাক্সিস প্রদর্শন করে

উত্তর: ঋণাত্মক ফটোট্যাক্সিস।

৬৮। মৌমাছি যে শ্রেণির অন্তর্ভুক্ত আর্থোপোড়া।

৭০। Bombyx mori হলো— রেশম পোকা ।

৭০। The word 'impoverish' is a/an-

উত্তর: verb.

৭১। He decided to sell the house'. (Make it passive)

উত্তর: He decided that the house should be sold.

৭২। Mom baked-cake last night.

উত্তর: a

৭৩। She told me his name after he

উত্তর: had left.

৭৪। He supplies the poor clothing.

উত্তর: with

৭৫। Neither Ritu nor mita ….. qualified for the job.

উত্তর: is

৭৬। He that he-the previous day

উত্তর: had come

৭৭। The word 'to genuflect' means

উত্তর: to bend the knee.

৭৮। He works by fits and starts in the office.

৭৯। Fits and starts means - irregularly.

৮০। Translate into English— ‘আমি তাকে উপহাস করিনি'— I did not laugh at him.


সর্বশেষ সংবাদ