চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৪ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সোমবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়।

চবির ‘ডি’ ইউনিটের প্রথম শিফট ৯টা ৪৫ এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের আসন বিন্যাস দেখুন এখানেচবির ‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের আসন বিন্যাস দেখুন এখানে।

এবার চবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এক লাখ ৪৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই অনুযায়ী এক আসনে লড়বেন ২৯ জন। চবির ‘ডি’ ইউনিটের আসনসংখ্যা ১ হাজার ১৬০। পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৩৯১ জন। এই ইউনিটে এক আসনের বিপরীতে প্রার্থী আছেন ৩৪ জন।

আরও পড়ুন : চবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটে আসন রয়েছে ১২৫টি। পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৭৯ জন। এই উপ–ইউনিটে এক আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা ১২.৬৩ জন। পরীক্ষা হবে ২৪ আগস্ট। ‘ডি-১’ উপ-ইউনিটে আসনসংখ্যা ৩০। পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮১১ জন। এই উপ–ইউনিটে এক আসনের বিপরীতে প্রার্থী ৬০ জন। পরীক্ষা হবে ২৪ আগস্ট।


সর্বশেষ সংবাদ