চবির সি ইউনিটে অনুপস্থিত ১৭ শতাংশ

চবি ভর্তি পরীক্ষা
চবি ভর্তি পরীক্ষা   © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছু সি ইউনিটেএ পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও করেছেন ৯ হাজার ২২৩ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩ দশমিক ৪০ শতাংশ। বাকি ১ হাজার ৮৩৭ জন অনুপস্থিত ছিলেন। যা শতকরা হিসেবে মোট পরীক্ষার্থীর ১৭ দশমিক ৬০ শতাংশ।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামী বলেন, পরীক্ষায় মোট ৮৩ শতাংশ অংশ নিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের তিন নেতাকে মারধর

ফলাফল প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চাই কোনো ভুলত্রুটি ছাড়া ফলাফল প্রকাশ করতে ৷ সেজন্য একটু সময় লাগতে পারে৷ তবে আশা করছি দুই/এক দিনের মধ্যে প্রকাশ করতে পারবো।’

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় শুরু হয় ‘সি’ ইউনিটের পরীক্ষা। যা চলে বেলা ১২টা পর্যন্ত। তবে ১১ টায় পরীক্ষা শুরু হলেও নিয়মানুযায়ী সকাল পৌনে দশটার মধ্যে নির্দিষ্ট আসনে উপস্থিত হতে হয় ভর্তিচ্ছুদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ