ঢাবি ভর্তি: দোয়া চাইলেন সেই বেলায়েত

বেলায়েত শেখ
বেলায়েত শেখ  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নেবেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ।

শুক্রবার (১০ জুন) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেলায়েত।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ঢাকায় চলে এসেছেন তিনি। ঢাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করে শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছেন বেলায়েত।

আরও পড়ুন: ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষা: সাংবাদিকদের টাকা দেওয়ার  প্রস্তাব

বেলায়েত জানান, আগামীকাল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। নিজের ইচ্ছে পূরণের শেষ সুযোগ। আমার প্রস্তুতি ভালো। তবে খুব নার্ভাস লাগছে। আগামীকালের পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় আমার সিট পড়েছে এফ এম মুজিবুর রহমান গণিত ভবনের ৮ম তলার ৮০২ নম্বর কক্ষে।

জানা গেছে, বেলায়েত ১৯৮৩ সালে প্রথমবার এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও টাকার অভাবে সেবার নিবন্ধন করতে পারেননি। ১৯৮৮ সালে তিনি আবারও এসএসসি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সে বছর সারাদেশে বন্যার কারণে পরীক্ষা দিতে পারেননি। এর পর আর পরীক্ষায় অংশ নেওয়া হয়নি তার। অবশেষে ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন বেলায়েত শেখ।


সর্বশেষ সংবাদ