ঢাবি’র ‘গ’ ইউনিটের প্রশ্নের হিসাববিজ্ঞান অংশের সমাধান

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

১। অনুপার্জিত আয় সমন্বয় কী নির্দেশ করে?
উত্তর: দায় হ্রাস এবং আয় বৃদ্ধি

২। তারল্য অনুপাত নির্দেশ করে
উত্তর: ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা

৩। নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি ১৫,০০০ টাকা বৃদ্ধি পাবে?
উত্তর: ধারে ১৫,০০০ টাকায় আসবাবপত্র ক্রয় করা হলে

৪। Beta Car Wash Co. গত মাসে ১০০টি গাড়ি ওয়াশ করেছিল। ওয়াশের জন্য তারা গাড়ি প্রতি ৭ টাকা চার্জ করে। ঐ মাসে কোম্পানির শুধু ৮৩ ইউটিলিটি, ৩০০ টাকা মজুরি এবং ৩১ টাকা সাবান বাবদ খরচ হয়। মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল। কিন্তু ঐ মাসে ইউটিলিটি এবং সাবান বিল পরিশোধ হয়নি। বিটার নিট আয় বা লোকসান কত?
উত্তর: ২৮৬ টাকা নিট আয়

আরও পড়ুন: ঢাবির ‘গ’ ইউনিটের ফিন্যান্স এন্ড ব্যাংকিং অংশের সমাধান

৫। সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাবসমূহ হলো
সম্পদ, মালিকের উত্তোলন এবং ব্যয়

৬। প্রারম্ভিক মজুতমাল ৭,৫০০ টাকা, ক্রয় ৫২,৫০০ টাকা, বিক্রয় ৫০,০০০ টাকা এবং লাভের হার ২০% হলে সমাপনী মজুদমাল কত হবে?
উত্তর: ২০,০০০ টাকা 

৭। ABC লিমিটেড প্রতিটি ১০ টাকা করে ১০,০০০ একক প্রারম্ভিক মজুদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত কোম্পানি জানুয়ারির ১৬ তারিখে প্রতিটি ১১ করে ৫০০০ একক এবং জানুয়ারির ২৫ তারিখে প্রতিটি ১২ টাকা করে ৩,০০০ একক পণ্য ক্রয় করে। জানুয়ারির ২৯ তারিখে কোম্পানি প্রতিটি ২৫ করে ১২,০০০ একক পণ্য বিক্রয় করে। FIFO পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত হবে যদি কোম্পানি অবিরাম মজুদ পণ্য পদ্ধতি অনুসরণ করে?
উত্তর: ৬৯,০০০ টাকা

আরও পড়ুন: ঢাবির ‘গ’ ইউনিটের ব্যবসায় নীতি অংশের সমাধান

৮। কয়েক বছর আগে DTCL ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। বার্ষিক ১০% সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে অদ্যাবধি পুঞ্জীভূত অবচয় হয়েছে ২,২৫,০০০ টাকা। আজ যদি এটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়, কত লাভ বা ক্ষতি হবে?
উত্তর: ক্ষতি ২৫,০০০ টাকা

৯। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?
উত্তর: প্রত্যক্ষ মালামাল

আরও পড়ুন: ঢাবির ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষা: ইংরেজি অংশের সমাধান

১০। বছরের শুরুতে ABC ট্রেডার্সের মোট সম্পদ ছিল ১০,০০,০০০ টাকা এবং দায় ছিল ৫,০০,০০০ টাকা। সারা বছরে সম্পদ বৃদ্ধি পায় ২,০০,০০০ দায় হ্রাস পায় ১,৫০,০০০ টাকা । উক্ত বছরে আয় ২০,০০,০০০ টাকা, ব্যয় ১২,০০,০০০ টাকা এবং উত্তোলন ৩,০০,০০০ টাকা ছিল। বছর  সম্পদের পরিমাণ কত হবে?
উত্তর: ১৩,৫০,০০০ টাকা

১১। নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না?
উত্তর: প্রাপ্য সুদ

১২। প্রাপ্য হিসাব থেকে চেকে প্রাপ্তি ৩,২৫০ টাকা যা ভুলে নগদ বইতে ৩,৫২০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কীভাবে দেখাতে?
উত্তর: নগদ বই থেকে বিনিয়োগ হবে ২৭০ টাকা


সর্বশেষ সংবাদ