ঢাবির ভর্তি পরীক্ষায় রাবিতে খাবারের দাম দ্বিগুণ

রাবিতে খাবারের দোকান
রাবিতে খাবারের দোকান   © সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিগুণ দামে খাবার বিক্রি করার অভিযোগ উঠেছে দোকানিদের বিরুদ্ধে। 

শুক্রবার (৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের টুকিটাকি চত্বর ও বিশ্ববিদ্যালয়ের ক্যাফে গ্রিন ভিউ হোটেলের দোকানদারদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়। 

বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের সামনের হোটেলগুলোতে সিঙ্গারা ও পুরি আগে ৫-৬ টাকা বিক্রি হলেও আজ ১০ টাকা রাখা হচ্ছে। চায়ের কাপ প্রতি ৩ টাকা বাড়িয়ে ১০ টাকা রাখছে। ১০ টাকার কফি ২০ টাকা নিচ্ছে। প্রতি প্লেট খিচুড়ি ২৫-৩০ টাকায় বিক্রি করছে। সাদা ভাতের জন্য তৈরি করা তরকারিতেও চড়া দাম নেওয়া হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করছেন।

দাম বৃদ্ধির কথা জানিয়ে বগুড়া থেকে আগত ভর্তিচ্ছুর অভিভাবক বাবুল মিয়া বলেন, ‘আমরা অনেক দূর থেকে এসেছি। সব কিছুর দাম বাড়তি। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ে গ্রিন ভিউ ক্যাফে সিঙ্গারা ও পুরি ১০ টাকা করে নিচ্ছে। আমি তিন পিস সিঙ্গারা, তিন পিস পুরি, এক বোতল পানি সঙ্গে দুটো চা খেয়েছি। এ বাবদ আমার কাছ থেকে ১২৫ টাকা নেওয়া হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা নাসরিন নামের আরেক অভিভাবক বলেন, ‘তিন পিস পুরি আর এক কাফ কফি খেয়েছি। আমার থেকে নেওয়া হয়েছে ৫০ টাকা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো তদারকিও নেই।’

ভুল স্বীকার করে ক্যাফে গ্রিন ভিউ মালিক মো. রানা বলেন, ‘আমার দোকানে নতুন কর্মচারী আসায় এমন ভুল হয়েছে। দোকানের ভেতরে খাবারের তালিকা টাঙানো আছে। সেই দামে বিক্রি করবো আমরা। পরবর্তীতে আর ভুল হবে না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা এ বিষয়ে জেনেছি। সহকারী প্রক্টরদের অভিযানের জন্য পাঠিয়েছি। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে যদি দাম বেশি নিয়ে থাকে, তাহলে হোটেল মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ