ভর্তি পরীক্ষা নিয়ে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় পরিষদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪০ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪০ PM
২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ (এইউবি)। ওই সভায় ভর্তি পরীক্ষার তারিখসহ সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টিও আলোচনা করা হবে।
জানা গেছে, আগামীকাল রবিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। এর এক সপ্তাহের মধ্যে বৈঠকে বসতে চায় এইউবি। সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসিদের মতামত নিয়ে বৈঠকের তারিখ চূড়ান্ত করা হবে। বৈঠকে কোন বিশ্ববিদ্যালয় কবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে চায় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিষদকে অবহিত করবেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার দিনক্ষণ জানাতে আমরা বৈঠক করব। আগামী সপ্তাহে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।
আরও পড়ুন: আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় পরিষদের ওই বৈঠকে আলোচনা করার বিষয়ে তিনি আরও বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ব্যাপার। এ বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না। তবে যদি উপাচার্যরা এটিকে সভার এজেন্ডা হিসেবে সামনে আনেন তাহলে আমরা এ বিষয়ে আলোচনা করব।
এদিকে আগামী ১ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।
আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসেই ভর্তি পরীক্ষা নিতে চেয়েছিল আয়োজক কমিটি
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ১ এপ্রিল এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের আলোকেই হবে।