এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তির আবেদন শুরু

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন  © লোগো

চট্টগ্রামের আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ফল সেশনে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এশিয়ার বিভিন্ন অঞ্চলের মেধাবীদের পাশাপাশি সুবিধাবঞ্চিত, আদিবাসী ও উদ্বাস্তু জনগোষ্ঠীর নারীদের জন্যও বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠানে।

এ পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ থেকে ১ হাজার ৮০০ জনের বেশি নারী শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে উচ্চশক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষার মূল ভিত্তি হল লিবারেল আর্টস। এখানে শিক্ষার্থীদের বায়োইনফরমেটিক, এনভায়রনমেন্টাল সায়েন্স, পাবলিক হেলথ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তরে পড়ানো হয়।

এসএসসি, এইচএসসি, এ লেবেল অথবা আলিম পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। সেখানেই এ বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে।


সর্বশেষ সংবাদ