শুধু রাজশাহীতে হবে ভর্তি পরীক্ষা

কুয়েট বেরিয়ে যাওয়ায় প্রকৌশল গুচ্ছে থাকছে না রুয়েটও

রুয়েট
রুয়েট  © ফাইল ফটো

প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একক ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ইতিমধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর ফলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (রুয়েট) প্রকৌশল গুচ্ছে থাকছে না বলে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলের সভায় প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি একাডেমিক কাউন্সিলের সভাটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কুয়েট এককভাবে ভর্তি পরীক্ষার ঘোষণা দেওয়ায় গুচ্ছ পদ্ধতিতে (চুয়েট, কুয়েট ও রুয়েট) ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে রুয়েটের একাডেমিক কাউন্সিলে আলোচনা করা হয়। কোনো আলাপ-আলোচনা না করে স্বতন্ত্রভাবে কুয়েটের এ উদ্যোগে রুয়েটের একাডেমিক কাউন্সিলের সদস্যরা এসময় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। 

তবে অধিক সংখ্যক ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ভোগান্তির কথা বিবেচনা করে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে গ্রহণের বিষয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনার মাধ্যমে চলমান রাখার বিষয়ে রুয়েটের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

তাছাড়া কোনো বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেয়ার চূড়ান্ত ইচ্ছা ব্যক্ত করলে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে বলে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বতন্ত্রভাবে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা গ্রহণ করা হলে কেবল রাজশাহীতেই পরীক্ষা কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয় একাডেমিক কাউন্সিলের সভায়। গত ১৩ নভেম্বর রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমাদ চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কুয়েট বেরিয়ে যাওয়ায় প্রকৌশল গুচ্ছ আর থাকছে না। ফলে একক ভর্তি পরীক্ষা হলে শুধু রাজশাহীতেই ভর্তি পরীক্ষা নেবে রুয়েট।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আমরা ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।


সর্বশেষ সংবাদ