মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

  © ফাইল ফটো

আগামী ২০-২১ ডিসেম্বর দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ও একমাত্র মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২০২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষা নির্ধারিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জন্য যায়, বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।

২০২৩-২০২৪ সেশনের সার্কুলার অনুযায়ী মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি, শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এই চারটি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হয়।

গেল বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪টি অনুষদের ৫টি বিভাগে মোট ২০০টি আসন রয়েছে। এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স অনুষদের দুই বিভাগের মধ্যে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি বিভাগে ৪০টি এবং বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ বিভাগে ৪০টি আসন রয়েছে।

ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি, ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি অনুষদের এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’ বিভাগে ৪০টি এবং ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস্ বিভাগে ৪০টি আসন রয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বর্তমানে  মিরপুরস্থ অস্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে মনোরম পরিবেশে আধুনিক সকল সুবিধাসম্পন্ন স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence