উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪ বছর মেয়াদি আইন (অনার্স) প্রোগ্রামের ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের মূল ক্যাম্পাসে শনিবার (২৫ মে) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ১ ঘণ্টা ব্যাপী এই পরীক্ষা হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় মোট ১৫৭৭ জন শিক্ষার্থী আবেদন করছিল। আইন প্রোগ্রামে নিয়মিত শিক্ষার্থীদের জন্য সেকশন এ (রবি-বুধ) ব্যাচ এবং অনিয়মিত বা যে কোন বয়সের শিক্ষার্থীদের জন্য সেকশন বি (শুক্র-শনি) ব্যাচ রয়েছে। 

ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ প্রোগ্রামে সর্বমোট আসন সংখ্যা ১২০। যার মধ্যে রবি-বুধ ব্যাচে ৬০ জন এবং শুক্র-শনি ব্যাচে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতি সিটের বিপরীতে ১৩ জন শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

 

সর্বশেষ সংবাদ