কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে সভা আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১২:৩০ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৪, ১২:৩০ PM
দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে আজ মঙ্গলবার (২ এপ্রিল) সভায় বসছেন উপাচার্যরা। দুপুরের পর এ সভা হবে বলে সূত্র জানিয়েছে। এ সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষার আহবায়ক এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।
অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান জানিয়েছেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার বিষয়ে ২ এপ্রিল (মঙ্গলবার) জুম মিটিং আছে। সেখানে সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর বিজ্ঞপ্তি আকারে সবকিছু জানানো হবে।
আরো পড়ুন: চলতি বছরের এইচএসসির রুটিন প্রকাশ, ৩০ জুন পরীক্ষা শুরু
জানা গেছে, আগের বছরগুলোয় আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। তারাসহ ৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এ গুচ্ছের ভর্তি পরীক্ষা হবে।
কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।