ঢাবিতে দুই বছর মেয়াদী ইসলামিক স্টাডিজে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে নিজ খরচে দুই বছর মেয়াদী প্রফেশনাল এম.এ ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামে ৭ম ব্যাচে (জানুয়ারি-২০২৪) ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) অথবা পাস/সমমান ডিগ্রিধারীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ–২.৫-এর নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না

ভর্তি ফরম সংগ্রহ ও জমা
২১/১২/২০২৩ পর্যন্ত অফিস চলাকালীন বিভাগীয় অফিস থেকে এক হাজার টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ভর্তি ফরম সঠিকভাবে পূরণ করে এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রসহ ওই সময়ের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

ভর্তি পরীক্ষা: ৩০/১২/২০২৩ শনিবার বেলা ৩:৩০টায় ইসলামিক স্টাডিজ বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: খুবিতে ইভিনিং এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তি

ক্লাসের সময়: শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯:১৫টা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা: ইসলামিক স্টাডিজ বিভাগ, কক্ষ নং–২০২১, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ফোন : ৯৬৬১৯০০-৫৯/এক্সটেনশন : ৬২৯১
মোবাইল : ০১৮৮০০১৪৫৬৭, ০১৫৫২৪৫৪২৮২


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence