মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়তে পারে

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানো হতে পারে। কাগজের দাম বৃদ্ধিসহ নানা কারণে আবেদন ফি কিছুটা বাড়াতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে এক হাজার টাকা আবেদন ফি পরিশোধের মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন। এই ফি ২০০ টাকা বাড়িয়ে এক হাজার ২০০ টাকা করা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানো হয়নি। কাগজের মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করা শিক্ষক-কর্মকর্তাদের সম্মানীও বৃদ্ধি করা প্রয়োজন। সেজন্য আবেদন ফি কিছুটা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আবেদন ফি বাড়ানোর বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা বিষয়টি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে জানাব। এরপর তারা যদি মনে করে ফি বাড়ানো দরকার। তাহলে আবেদন ফি বাড়বে। না হলে বাড়বে না।’

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।’

এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আয়োজনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। গত ১৩ নভেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অংশীজনদের সভায় এ আলোচনা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত অংশীজনদের সভায় উপস্থিত এক অধ্যাপক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রাথমিকভাবে ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো জানুয়ারির শেষ সপ্তাহ থেকে মধ্য ফেব্রুয়ারির মধ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ করা। স্বাস্থ্যমন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন আমরা সে অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করব।’

এর আগে গত ১০ মার্চ ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিন পরই ১২ মার্চ ফলাফল প্রকাশিত হয়। এতে ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে ছেলেরা পাস করেছে ২০ হাজার ৮১৩ জন, যা শতকরায় ৪২ দশমিক ৩১ শতাংশ ও মেয়েরা পাস করেছে ২৮ হাজার ৩৮১জন অর্থাৎ ৫৭ দশমিক ৬৯ শতাংশ। এর মেধ্যে ছেলেরা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবে এক হাজার ৯৫৭ জন অর্থাৎ ৪৫ শতাংশ। আর মেয়েরা সুযোগ পাবে দুই হাজার ৩৯৩ অর্থাৎ ৫৫ শতাংশ।

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ১ এপ্রিল। এর চার দিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।


সর্বশেষ সংবাদ