বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পোর্ট অ্যান্ড শিপিং স্টাডিজে ভর্তির সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:২৩ AM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৩, ১০:২৩ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ মেরিটাইম সেক্টরে পণ্য পরিবহন ও খালাস, পণ্যের সুষ্ঠু, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ এবং ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বে অব বেঙ্গল এন্ড বাংলাদেশ স্টাডিজ (আইবিবিবিএস) এর অধীনে “পোর্ট এবং শিপিং স্টাডিজ” শীর্ষক সার্টিফিকেট কোর্স ৫ম ব্যাচে ভর্তির জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) অথবা পাস/সমমান ডিগ্রীধারীগণ ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তির ফরম সংগ্রহ ও জমা: আগামী ১০ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে নির্ধারিত ফরম পূরণপূর্বক স্বশরীরে অথবা ই-মেইলের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়াকরণ ও কোর্স ফি বাবদ সর্বমোট ১৮,২০০.০০ টাকা প্রদান করতে হবে।
ভর্তি সংক্রান্ত ফরম ও অন্যান্য তথ্য নিম্নোক্ত ওয়েব লিংকে পাওয়া যাবে :https://bsmrmu.edu.bd/content_details/certificate-courses.
আরও পড়ুন: জবির বিএড ও এমএড প্রোগ্রামে ভর্তি, আবেদনে শেষ ১৫ নভেম্বর
ক্লাস সময়: সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। আগামী ২৬ নভেম্বর ২০২৩ - ০৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ছুটির দিন ব্যতীত মোট ০৭ (সাত) দিনব্যাপী পরিচালিত হবে।
যোগাযোগের ঠিকানা: ইন্সটিটিউট অব বে অব বেঙ্গল এন্ড বাংলাদেশ স্টাডিজ (৭ম তলা), পদ্মা ভবন, ভবন নং-৯, রোড নং- ১, পল্লবী, মিরপুর-১২, ঢাকা। মোবাইল: ০১৭৮৮-৩২২৯৪৫ (রিসার্চ অফিসার), ০১৫২০-১০২৮৫৭ (প্রভাষক), টেলিফোন : 09666315749,ই-মেইল: ibbbsoffice@bsmrmu.edu.bd