মেধাবৃত্তিসহ এশিয়ান ইউনিভর্সিটিতে ভর্তির সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মে ২০২৩, ১১:৩৩ AM , আপডেট: ২২ মে ২০২৩, ১১:৩৩ AM
চট্টগ্রামের আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ফল সেশনে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এশিয়ার বিভিন্ন অঞ্চলের মেধাবীদের পাশাপাশি সুবিধাবঞ্চিত, আদিবাসী ও উদ্বাস্তু জনগোষ্ঠীর নারীদের জন্যও বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠানে।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষার মূল ভিত্তি হল লিবারেল আর্টস। এখানে শিক্ষার্থীদের বায়োইনফরমেটিক, এনভায়রনমেন্টাল সায়েন্স, পাবলিক হেলথ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তরে পড়ানো হয়।
এসএসসি, এইচএসসি, এ লেবেল অথবা আলিম পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা করেছিলেন শেখ হাসিনা: শিক্ষামন্ত্রী
যেসব বিভাগে ভর্তি চলছে:
* রাজনীতি, দর্শন ও অর্থনীতি
* বায়োইনফরমেটিকস
* পরিবেশবিজ্ঞান
* কম্পিউটার সাইন্স
* অর্থনীতি
পাবলিক হেলথ স্টাডিজ
আবেদনের শেষ সময়: ৩১ মে, ২০২৩
আগ্রহী প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীরা ওয়েবসাইট, ই-মেইল ও ফোন নম্বরে www.asian-university.org
এ ভর্তির আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন।
20/A M.M. Ali Road Chattogram 4000, Bangladesh
+88 01926 673016
বিজ্ঞপ্তি