শাটল বিলম্বে ১৫ মিনিট পর শুরু চবির ‘এ’ ইউনিটের পরীক্ষা

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ মঙ্গলবার। কিন্তু ট্রেনের শিডিউল বিঘ্ন ঘটায় সকাল ১১ টার পরিবর্তে ১১ টা ১৫ মিনিটে শুরু হয়েছে। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ২ লাখ ৫৬ জন। ভর্তি পরীক্ষা চলবে ২৫ মে পর্যন্ত।
 
মঙ্গলবার (১৬ মে) শাটলের বিলম্ব হওয়ায় এমনটি হয়েছে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার। 

চবির 'এ' ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা ১৫ মিনিট বিলম্বে শুরু হওয়া নিয়ে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার বলেন, আমাদের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু হয়েছে।  তবে আজকে আমরা পনেরো মিনিট পরে শুরু করতে পেরেছি। সকালের শেষ শাটল ট্রেনের কিছু সমস্যা থাকায় এমনটি হয়েছে জানান তিনি। শিক্ষার্থীদের দেরি হলেও পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ১৫ মিনিট পরে পরীক্ষা শুরু হবে। একইভাবে বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠেয় দ্বিতীয় শিফটের পরীক্ষাও পিছিয়ে ৩টা ৪৫ মিনিটে শুরু হতে পারে।

প্রথম শিফটের পরীক্ষায় অংশ নেবেন ১৮ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী। চার শিফটে অনুষ্ঠিত হবে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা। ১৬ ও ১৭ মে অনুষ্ঠেয় 'এ' ইউনিটের পরীক্ষায় সর্বমোট অংশগ্রহণ করবেন ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তি পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৬২ জন।

আরও পড়ুন: চবি ভর্তি পরীক্ষায় মানতে হবে ৮ নির্দেশনা

প্রতিদিন সকালের শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৩টায়। তবে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে পরীক্ষার ১ ঘণ্টা ১৫ মিনিট আগে। এ বছর ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরিন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সর্বমোট ২ লাখ ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায়। আসন প্রতি লড়বেন ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।  

এবারে 'এ' ইউনিটের পরীক্ষার্থী ৭৪ হাজার ৬শ ৫৯ জন। পরীক্ষা হবে ১৬ ও ১৭ মে।  'বি' ইউনিটের পরীক্ষার্থী ৫২ হাজার ৯শ ৯৫ জন। পরীক্ষা হবে ১৮ ও ১৯ মে।  'সি' ইউনিটের পরীক্ষার্থী ১৯ হাজার ৯শ ৯৯ জন। পরীক্ষা হবে ২০ ও ২১ মে। 'ডি' ইউনিটের পরীক্ষার্থী ৪৯ হাজার ১শ ৭৮ জন। পরীক্ষা হবে ২২ ও ২৩ মে। 'বি১' উপ-ইউনিটের পরীক্ষার্থী ১৩শ ৮২ জন এবং 'ডি১' উপ-ইউনিটের পরীক্ষার্থী ১৮শ ৪৩ জন। পরীক্ষা হবে যথাক্রমে ২৪ ও ২৫ মে।


সর্বশেষ সংবাদ