ঢাবি ভর্তি প্রস্তুতি | ‘খ’ ইউনিট | ২০১৫-২০১৬ সালের প্রশ্ন থেকে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ঢাবির ২০১৫-২০১৬ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রথম চারটি প্রশ্নের উত্তর দাও (প্রশ্ন নং ১-৪)ঃ
বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে; বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয় যাত্রার শুধু বোঝা নয় বিঘ্ন: শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দে মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না যাহারা জীব হইয়াও জড় যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে। বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোক- পিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কল কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত জনের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার বৃদ্ধ তাহারাই। ইহাদের ধর্মই করিতে থাকে, জীর্ণ পুঁথি চাপা পড়ায়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতি বার্ধক্য। বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচের বার্ধক্যের কঙ্কাল মূর্তি।
1. অনুচ্ছেদটিতে ড্যাস ও হাইফেন চিহ্ন ব্যবহৃত হয়েছে যথাক্রমে-
A. ৩ বার ও ২ বার C. ২ বার ও ৪ বার
B. ৪ বার ও ১ বার D. ২ বার ও ৩ বার
2. ‘উর্দি’ ও ‘কুচকাওয়াজ’ শব্দ বাংলা ভাষায় এসেছে যথাক্রমে-
A. উর্দু ও ফারসি থেকে C. তুর্কি ও উর্দু থেকে
B. তুর্কি ও ফারসি থেকে D. আরবি ও ফারসি থেকে
3. ‘বৃদ্ধ’ বিশেষণ পদের বিশেষ্য-রূপ-
A. বৃদ্ধি B. বৃদ্ধা C. বৃহৎ D. বার্ধক্য
4 অনুচ্ছেদে ব্যবহৃত নিচের কোনটি নঞ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত?
A. অভিনব B. অটল
C. নিদ্রা D. কঙ্কাল
5. Reflections on the Revolution in France গ্রন্থের লেখকের নাম-
A. রিচার্ড বার্ক B. ভলতেয়ার
C. এডমন্ড বার্ক D. পার্ল এস বার্ক
6. ‘কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের- তো মানুষ।’ ‘বিলাসী’ গল্পের এ-বাক্যের শূন্যস্থানে আছে-
A. আলো-বাতাসেই B. জলে-কাদায়
C. তেলে-জলেই D. খেয়ে-পরেই
7. ‘চৌচালা টিনের ঘরের টুয়া সুস্পষ্ট।’ ‘কলিমদ্দি দফাদার’ গল্পে ব্যবহৃত ‘টুয়া’ হচ্ছে-
A. কাছারি B. আস্তানা
C. শীর্ষভাগ D. আঙিনা
৪. ‘সাব-ইনস্পেক্টরের দ্বিতীয় বউ আমার এক রকম আত্মীয়া।’ ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে এই উক্তিটি করেছেন-
A. মোদাব্বের B. আমজাদ
C. মতিন D. কাদের
9. Discriminatory-এর পারিভাষিক শব্দ-
A. বৈষম্য B. বৈষম্যমূলক
C. গরমিল D. বিশৃঙ্খল
10. চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে-
A. কাঁধ B. সাঁকো
C. আঁকাবাঁকা D. কাঁচ
11. ‘যেমন হাসতে পারতো ছেলেটা, তেমনি গল্প করার ব্যাপারেও ছিল ওস্তাদ’- কার সম্পর্কে বলা হয়েছে?
A. অপু B. মোদাব্বের
C. এনায়েত D. তপু
12. ‘গবাদি’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
A. গব্য আদি B. গো আবাদি
C. গো আদি D. গবা+ দি
13. সনেট পঞ্চাশৎ কার রচনা?
A. মাইকেল মধুসূদন দত্ত
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. আবদুল কাদির
D. প্রমথ চৌধুরী
14. 'কাদম্বিনী' অর্থ-
A. নদী B. রাত্রি
C. মেঘমালা D. নারী
15. ‘করপল্লব’ কোন সমাস?
A. উপমান কর্মধারয় B. উপমিত কর্মধারয়
C. তৎপুরুষ D. বহুব্রীহি
16. ‘সে সৎ, কিন্তু তার ভাই অসৎ।’ বাক্যটি-
A. সরল B. জটিল C. যৌগিক D. মিশ্র
17. অলংকারের ধ্বনি-
A. নিক্কণ B. মর্মর
C. ঝংকার D. শিঞ্জন
18. ‘প্রতিকৃতি’ শব্দটির উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
A. সাদৃশ্য B. বিপরীত
C. ভিন্ন D. সম্মুখ
19. শাস্ত্রকারের গার্হস্থ্য ব্যাপারটিকে কী হিসেবে কল্পনা করেছেন?
A. হস্ত B. পদ C. মস্তক D. চক্ষু
20. After meat comes mustered-এর ঠিক অর্থ-
A. সুখের পর দুঃখ আসে
B. কষ্টে কেষ্ট মেলে
C. নুন আনতে পান্তা ফুরায়
D. যত গর্জে তত বর্ষে না
21. ‘অনুবন্ধ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
A. অনুরোধ B. সানুগ্রহ
C. সূত্রপাত D. অটুট
22. কোন কোন বর্ণ মিলে ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে?
A. + B.+ন C.+ D. ষ+ণ
23. ‘ছোটটি কোথায়?’ বাক্যে ‘ছোট’ শব্দের শেষে ‘টি-র ব্যাকরণিক পরিচয় কী?
A. বিভক্তি B. শব্দপ্রত্যয়
C. পদাশ্রিত নির্দেশক D. অনুসর্গ
24. 'ণ'-ত্ব বিধানের নিয়ম অনুসারে কোনটি অশুদ্ধ বানান?
A. পুরোনো B. ধরন C. ঝরনা D. বর্ননা
25. ‘স্মৃতিসৌধ’ শব্দের প্রমিত উচ্চারণ-
A. সৃতিশোধ B. সৃতিসোউধো C. সৃতিশোউধো D. সৃতিশোউধ
Answer Kevs: 1.B 2.B 3.D 4.B 5.C 6.C 7.C 8.D 9.B 10.D 11.D 12.C 13.D 14.C 15.B 16.C 17.D 18.A 19.C 20.C 21.C 22.D 23.C 24.D 25.C
ইংরেজি
Read the passage below and answer questions 1-5:
Vultures are not careful about what they eat. This makes them vulnerable to eating meat that could be toxic. The consequence often is the death of these birds. That is one reason why these birds are not widely seen in Bangladesh anymore. The other is that the trees which vultures perch on have also been disappearing from the land. The net result is the birds are not present throughout the country in the numbers in which they were viewed a generation, or even a decade, ago.
1. A suitable title for the passage would be :
A. Birds of Bangladesh
B. Food habits of Vultures
C. Disappearing Trees
D. Disappearing Vultures of Bangladesh
2. ‗The net result‘ is closest in meaning to which of
the following words that have also been used in
the passage:
A. consequence B. perch
C. generation D. reason
3. An antonym for ‘toxic’ is:
A. deadly B. fatal
C. contaminating D. harmless
4. A ‗decade‘ is the same as :
A. twelve years B. ten years
C. twenty years D. thirty years
5. `Widely‘ used in the passage is a/an:
A. adjective B. adverb C. participle D. gerund
Choose the correct preposition to fill in the gap
(Question 6):
6. We must discourage people ---- throwing trash in
public places.
A. for B. from C. into D. into
Fill in the blanks with suitable word/s (Questions7-15):
7. Since the island soil has been barren for so many years, the islanders must ---- much of their food.
A. deliver B. import C. produce D. utilize
8. After the governor‘s third overseas trip voters complained that he was paying too little attention to ---- affairs.
A. foreign B. domestic
C. professional D. intellectual
9. Nature finds ways to ensure the survival of ----
A. the fittest B. the fitters
C. the fitting D. the fits
10. Make sure you read all the ---- carefully before setting up the device.
A. packaging B. papers C. instructions D. files
11. Pinocchio is hungry and looks for an egg to cook ---- an omelet; but, to his surprise, the omelet flies out of the window.
A. his own self B. itself C. oneself D. himself
12. ---- Pohela Boishakh, there is a festive mood all ---- the country.
A. At, over B. In, across C. Sin, across D. On, over
13. ---- did Kamal realize that there was danger.
A. Upon entering the bank
B. When he entered the bank
C. Only after entering the bank
D. After he had entered the bank
14. He is hardworking and ----
A. I am so B. so I am C. so am I D. I too am
15. `Rose‘ is often used as ---- for beauty or the beautiful.
A. a metaphor B. parallel
C. collocation D. euphemism
16. Which of the following words best replaces `revealed’ in the sentence: Studies have revealed that infections are associated with cancers.
A. found B. warned
C. emphasized D. told
Choose appropriate article/s (Questions 17-18):
17. One of Akbar's most vigorous opponents during his lifetime had been ---- outstanding scholar Sheikh Ahmed and, like Akbar, he was also venerated as ---- Perfect Man by his own disciples.
A. the, the B. an, a C. an, the D. the, a
18. Bangabandhu Sheikh Mujibur Rahman Memorial Museum stands as ---- symbol not only of the greatest moments in our history but also as evidence of the darkest moment in ---- history of this land.
A. the, a B. a, no article
C. a, the D. the, no article
19. ‘No man is an island.’ What does this proverb mean?
A. Everyone should always be prepared
B. It is best to do everything on time
C. Everyone needs help from other people
D. Your own home is the most comfortable place to live in
20. Which word is spelt correctly?
A. concensus B. hiararchy
C. medieval D. posession
21. Which of the following is a form of ‘die’?
A. dryad B. dye C. dying D. dieing
22. Choose the correct passive sentence:
A. The meeting is to be reschedule.
B. The meeting is to be rescheduled.
C. The meeting is to rescheduled.
D. The meeting to be rescheduled.
23. ‘মিনা বলল যে, সে অসুস্থ’ The correct translation of this sentence is :
A. Meena told that she has been ill.
B. Meena said that she is ill.
C. Meena said that she was ill.
D. Meena told that she was ill.
24. Find a synonym for the word ‘vigorous’ from the options given bellow:
A. important and necessary
B. shaping and quivering
C. strong and energetic
D. harmful and dangerous
25. The word ‘vegetarian’ refers to ----
A. plants B. animals
C. mammals D. carnivores
Answer Keys: 1.D 2.A 3.D 4.B 5.B 6.B 7.B 8.B 9.A 10.C 11.D 12.D 13.C 14.C 15.B 16.A 17.A 18.C 19.C 20.C 21.C 22.B 23.C 24.C 25.A
সাধারণ জ্ঞান
1. মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় হলো- (Mixed economic system is-)
A. সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা (state ownership of property)
B. সম্পত্তির ব্যক্তিমালিকানা (private ownership of property)
C. সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা (state and private ownership of property)
D. ব্যক্তিগত সম্পত্তির যৌথ মালিকানা (joint ownership of individual property)
2. ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত? (In which district is the river Dhanshiri located?)
A. পাবনা (Pabna) B. চাঁদপুর (Chandpur)
C. ঝালকাঠি (Jhalokathi) D. খুলনা (Khulna)
3. কোনটি জীবাশ্ম জ্বালানী নয়? (Which is not fossil fuel?)
A. প্রেট্রোল (petrol) C. কয়লা (coal)
B. প্রাকৃতিক গ্যাস (natural gas) D. জৈবগ্যাস (biogas)
4. Dreams From My Father বইটির লেখক- (The author of the book Dreams From My Father is-)
A. বারাক ওবামা (Barak Obama)
B. ইন্দিরা গান্ধী (Indira Gandhi).
C. শেখ হাসিনা (Sheikh Hasina)
D. বেনজির ভুট্টো (Benazir Bhutto)
5. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন- (The last Chief Minister of undivided Bengal was-)
A. এ কে ফজলুল হক (AK Fazlul Haque)
B. হোসেন শহীদ সোহরাওয়ার্দি (Hoseyn Shaheed Suhrawardy)
C. আবুল হাশিম (Abul Hashim)
D. খাজা নাজিমুদ্দিন (Khawaja Nazimuddin)
6. অ্যাবাকাস দিয়ে কী করা হয়? (What is done with abacas?)
A. গাণিতিক হিসাব (mathematical calculation)
B. রোগ নির্ণয় (disease detection)
C. জ্বর মাপা (measurement of fever)
D. ওজন মাপা (weight measurement)
7. বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো জন্ম গ্রহণ করেন যে দেশে- (The famous artist Pablo Picasso was born in-)
A. যুক্তরাষ্ট্র (United States of America)
B. ইতালি (Italy)
C. গ্রিস (Greece)
D. স্পেন (Spain)
৪. ডেভিড ফ্রস্ট ছিলেন- (David Frost was-)
A. একজন মুক্তিযোদ্ধা (a freedom fighter)
B. একজন চিকিৎসক (a physician)
C. একনজন রাজনীতিবিদ (a politician)
D. একজন সাংবাদিক (a journalist)
9. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধন করা হয়েছে- (So far, the constitution of a Bangladesh has been amended-)
A. তেরো বার (thirteen times) B. চৌদ্দ বার (fourteen times)
C. পনেরো বার (fifteen times) D. যোলো বার (sixteen times)
10. অর্থশাস্ত্রে অবদানের জন্য কে বিখ্যাত? (Who is noted for contribution to economics?)
A. কৌটিল্য (Kautilya) C. বাৎসায়ন (Vatsayana)
B. 'পাণিনী (Panini) D. বাল্মীকি (Valmiki)
11. 'সুর সম্রাট কাকে বলা হয়? (Who is called the 'Sur Samrat'?)
A. ওস্তাদ আয়াত আলী খাঁ (Ustad Ayat All Khan)
B. ওস্তাদ আলাউদ্দিন খাঁ (Ustad Alauddin Khan)
C. ওস্তাদ আবার আলী খাঁ (Ustad Akbar Ali Khan)
D. ওয়াদ বড়ে গোলাম আলী খাঁ (Usted Bade Gulam Ali Khan)
12. আই এসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়-(ISBN is used to identify-)
A. বই (book) C. সফ্টওয়ার (software)
B. সাময়িকী (periodicals) D. হার্ডওয়ার (hardware)
13. কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়? (Which is not an archeological site?)
A. ময়নামতি (Mainamoti) B. পাহাড়পুর (Paharpur)
C. মহাস্থানগড় (Mahasthangarh ) D. সুন্দরবন (Sundarbans)
14. 'আসিয়ান' সদস্য রাষ্ট্র নয়- (Not a member state of the ASEAN-)
A. মালয়েশিয়া (Malaysia) B. শ্রীলঙ্কা (Sri Lanka)
C. ব্রুনাই (Brunei) D . থাইল্যান্ড (Thailand)
15. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? (Where is the United Nations University situated?)
A. যুক্তরাজ্যে (in UK) C. যুক্তরাষ্ট্রে (in USA)
B. চীনে (In China) D. জাপানে (in Japan)
16. নিচের কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে? (Which of the following has been declared a world heritage site by the UNESCO?)
A. ষাট গম্বুজ মসজিদ (Sixty domed mosque)
B. জাতীয় জাদুঘর (National Museum)
C. সেন্ট মার্টিন আইল্যান্ড (St. Martin Island)
D. আহসান মঞ্জিল (Ahsan Manzil)
17. নিচের কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'কালো দিবস' হিসেবে পালিত হয়? (Which of the following days is observed as 'black day' by the University of Dhaka?)
A. ২৩ আগস্ট (23 August) B. ২৫ আগস্ট (25 August)
C. ২৫ মার্চ (25 March) D. ১৩ মার্চ (13 March)
18. ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য দেশ-(The only Muslim member state of the NATO is-)
A. মিশর (Egypt) C করা (Turkey)
B. লিবিয়া (Libya) D. মররো (Momen)
19. 'লেডি ইউথ দ্য ল্যাম্প' হিসেবে পরিচিত কে? (Who is known. as 'the lady with the lamp'?)
A. সরোজিনী নাইডু (Sorojini Naidu)
B. হেলেন কেলার (Helen Keller)
C. ফ্লোরেন্স নাইটিঙ্গেল (Florence Nightingale)
D. মাদার তেরেসা (Mother Teresa)
20. 'বিশ্ব সাক্ষরতা দিবস' পালিত হয়- ('World literacy' day is celebrated on the-)
A. ৮ সেপ্টেম্বর (৪ September) B. ১১ সেপ্টেম্বর (11 September)
C. ১৭ মার্চ (17 March) D. ২১ মার্চ ২১ মার্চ (21 March)
21. চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন বাংলায় আসেন যার সময়ে-(Chinese Traveler Fa-Hien came to Bengal during the reign of-)
A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত (Chandragupta the second)
B. আলাউদ্দিন হুসাইন শাহ (Alauddin Hussain Shah)
C. প্রথম চন্দ্রগুপ্ত (Chandragupta the first)
D. হর্ষবর্ধন (Harshavardhan)
22. হিজরি সন কে প্রবর্তন করেন? (Who introduced the Hijri era?)
A. হজরত ওমর [রা.] Hazrat Omar[r.])
B. হজরত আলী [রা] (Hazrat Ali [r.])
C. হজরত আবু বকর (রা) (Hazrat Abu Bakr[r.])
D. হজরত ওসমান [রা] (Hazrat Uthman [r.])
23. মৌলিক দর্শনশাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? (Which one is considered the fundamental philosophy?)
A. নীতিবিদ্যা (Ethics) B. মনোবিজ্ঞান (Psychology)
C. ধর্মশাস্ত্র (Religion) D. অধিবিদ্যা (Metaphysics)
24. কোন অর্থনীতিবিদ 'অদৃশ্য হাত' শব্দ দুটি ব্যবহার করেন? (Which economist has used the term 'invisible hand'?)
A. অমর্ত্য সেন (Amartya Sen) B. অ্যাডাম স্মিথ (Adam Smith)
C. আলফ্রেড মার্শাল (Alfred Marshall) D. ডেভিড রিকার্ডো (David Ricardo)
25. 'মনপুরা ৭০' কী? (What is 'Manpura 70'?)
A. একটি কবিতা (a poem) B. একটি গান (a song)
C. একটি চলচ্চিত্র (a film) D. একটি চিত্রকর্ম (a painting)
26. চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি? (Which one is the biggest religious festival of the Chakmas?)
A. বিজু (biju) B. ওয়ানগালা (wangala)
C. সান্দ্রে (sandrey) D. সাংগ্রাই (sangrai)
27. অধরা কণার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূ ত পদার্থবিজ্ঞানী- (The Bangladeshi physicistwho led the discovery of an elusive massless particle is-)
A. মাকসুদুল আলম (Maksudul Alam)
B. এম জাহিদ হাসান (M Zahid Hasan)
C. সত্যেন্দ্রনাথ বোস (Satyendranath Bose)
D. জামাল নজরুল ইসলাম (Jamal Nazrul Islam)
28 . ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর উদ্ভাবক- (The inventor of the World Wide Web is-)
A. মার্ক এলিওট জুকারবার্গ (Mark Elliot Zuckerberg)
B. টিমথি জন বার্নারস-লি (Timothy john Berners-Lee)
C. জাভেদ কারিম (Jawed Karim)
D. চ্যাড হারলে (Chad Hurley)
29. নিচের কোন জায়গায় জমির সামাজিক মালিকানা নেই? (Which of the following places does not have community land ownership system?)
A. রাঙ্গামাটি (Rangamati) B. খাগড়াছড়ি (Khagrachari)
C. বান্দরবন (Bandarban) D. চট্টগ্রাম (Chittagong)
30. সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন? (Which dynasty did Emperor Ashoka belong to?)
A. গুপ্ত (Gupta ) B . মৌর্য (Maurya)
C. পাল (Pala) D. পাঠান (Pathan)
31. কোন বিপ্লব 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব'- এ মূলমন্ত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? (Which revolution was inspired by the motto Liberty, equality and fraternity'?)
A. ফরাসি বিপ্লব (French revolution)
B. মার্কিন বিপ্লব (American revolution)
C. রুশ বিপ্লব (Russian revolution)
D. চীনা বিপ্লব (Chinese revolution)
32. কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের হিসেবে ঘোষণা করে? (Which of the following countries or organizations declared Bangladesh as a low- middle income country?)
A. এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank)
B. মার্কিন যুক্তরাষ্ট্র (USA)
C. বিশ্বব্যাংক (World Bank)
D. জাপান (Japan)
33. এক সকালে তুমি গলা ব্যথা ও সর্দি নিয়ে ঘুম থেকে উঠলে। ডাক্তার তোমাকে পরীক্ষা করে বললেন এন্টিবায়োটিকে তোমার রোগ ভালো হবে না। নিচের কোনটি ডাক্তারের এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করে? (One morning you wake up with a sore throat and a running nose. Your doctor examines you and says that antibiotic will not help you get better. Which of the following is the most likely reason for the doctor's statement?)
A. এন্টিবায়োটিকে রোগ বেড়ে যেতে পারে (antibiotic may increase your pain)
B. এন্টিবায়োটিকের পরিবর্তে তোমার টিকা নেওয়া প্রয়োজন (you need to be vaccinated instead of taking an antibiotic)
C. তোমার জন্য এন্টিবায়োটিক নয় এন্টিসেপ্টিক প্রয়োজন (you need an antiseptic, not an antibiotic)
D. তোমার ভাইরাসের সংক্রমণ ঘটেছেন (you are infected by a virus)
34. ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? (Who built the famous Tara Mosque of Dhaka?)
A. সুজা খান (Suja Khan) B. পরীবিবি (Paribibi)
C. ঈসা খান (Isa Khan) D. শায়েস্তা খান (Shaista Khan)
35. 'আসাদের শার্ট' কবিতাটির রচয়িতা কে? (Who wrote the poem 'Asader Shirt'?)
A. সিকান্দার আবু জাফর (Sikandar Abu Zafar)
B. আবু জাফর ওবায়দুল্লাহ (Abu Zafar Obaidullah)
C. নির্মলেন্দু গুণ (Nirmalendu Gun) D. শামসুর রাহমান (Shamsur Rahman)
36. বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন- (The first independent Sultan of Bangal was-)
A. হাজি ইলিয়াস শাহ (Haji Ilias Shah) B. ফখরুদ্দিন মোবারক শাহ (Fakhruddin Mubarak Shah)
C. হুসাইন শাহ (Hussain Shah) D. মোহাম্মদ ঘোরি (Mohammad Ghori)
37. 'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা কোন সনে সংঘটিত হয়? (In which Bangla year did the great famine of seventy six' occur?)
A. ১০৭৬ (1076) B. ১১৭৬ (1176)
C. ১২৭৬ (1276) D. ১৩৭৬ (1376)
38. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে? (In which year did the rule of the East India Company end in India?)
A. ১৮৫৮ (1858) B. ১৯০৫ (1905)
C. ১৯১১ (1911) D. ১৯৪৭ (1947)
39. গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী হলো- (Lumbini, the birth place of Gautam Buddha, is in-)
A. ভারতে (India) C. শ্রীলঙ্কায় (Sri Lanka)
B. ভুটানে (Bhutan) D. নেপালে (Nepal)
40. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ঢাকা এর অন্তর্ভুক্ত ছিল। (During the liberation war of Bangladesh, Dhaka was under---)
A. সেক্টর ১ (Sector 1) C. সেক্টর ৩ (Sector 3)
B. সেক্টর ২ (Sector 2) D. সেক্টর ৪ (Sector 4)
41. নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? (Which one of the following is not a constitutional body)
A. সরকারি কর্মকমিশন (Public Service Commission)
B. দুর্নীতি দমন কমিশন (Anti-corruption Commission)
C. নির্বাচন কমিশন (Election Commission)
D. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (Office of the Comptroller and Auditor General)
42. বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় ২০১৫ সালের কোন মাসে? (In which month of 2015 did the Bangladesh. India Enclaves Exchange Treaty become effective?)
A. জানুয়ারি (January) C. জুন (June)
B. মার্চ (March) D. আগস্ট (August)
43. হিন্দুমতে মান্ধাতা ছিলেন যুগের শাসক। ('Mandhata',. accordingto Hindu mythology, was a ruler of-.)
A. সত্যযুগ (The Satya Yuga) B. ত্রেতাযুগ (The Treta Youga)
C. দাপরযুগ (The Dapar Yuga) D. কলিযুগ (The Koli Yuga)
44. কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা? (In which country is Bangla the second state language?)
A. ভারত (India) C. সিয়েরা লিওন (Siera Leone)
D. রুয়ান্ডা (Ruanda) B. খানা (Ghana)
45. ব্যাডমিন্টন যে দেশের জাতীয় খেলা- (Badminton is the national sport of-)
A. চীন (China) C. নেপাল (Nepal)
B. মালয়েশিয়া (Malaysia) D. স্কটল্যান্ড (Scotland)
46. 'মোদের গরব মোদের আশা, আ-মারি। বাংলা ভাষা' গানের রচয়িতা- (The composer of the song 'Moder Garob Moder Asha, A-mori! Bangla Bhasha' is-)
A. রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)
B. কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam)
C. ডি. এল. রায় (D.L. Roy)
D. অতুল প্রসাদ সেন (Atul Prasad Sen)
47. জাতিসংঘের নারী-উন্নয়ন বিষয়ক তহবিলের নাম- (The name of UN fund related to women's development is-)
A. ইউএন উইমেন (UN Women) B. ইউনিফেম (UNIFEM)
C. সমতা তহবিল (Equity Fund) D. জেন্ডার সমতা তহবিল (Gender Equity Fund).
48. প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা কোন নদীতে? (Across which river will the proposed Tipaimukh Dam be built?)
A. সুরমা (the Surma) B. কুশিয়ারা (the Kushiara)
C. বরাক (the Barak) D. তিতাস (the Titas)
49 . ফ্রাঙ্কফুর্ট শহরটি যে জন্য বিখ্যাত- (Frankfurt city is famous for-)
A. আইস হকি (Ice hockey) B. বইমেলা (book fair)
C. ওষুধ পণ্য (medical products) D. কৃষিপণ্য (agricultural products)
50. প্রথম নোবেল বিজয়ী নারী কে? (Who is the first female Nobel laureate?)
A. ম্যারি কুরি (Marie Curie) B. আইরিন কুরি (Irine Curie).
C. উইনি ম্যান্ডেলা (Winnie mandela) D. লরা জেনি (Laura Jenni)
Answer Kevs: 1. C 2C 3.D 4.A 5.B 6.A 7D 8.D 9. D 10.A 11.B 12.A 13.D 14.B 15.D 16.A 17.A 18.C 19.C 20.A 21A 22.A 23.A 24.B 25.D 26.A 27.B 28.B 29.D 30.B 31A 32.C 33.D 34.D 35.D 36.B 37.B 38.A 39.D 40.B 41.B 42.D 43.B 44.C 45.B 46.D 47.B 48.C 49.B 50.A