এইচএসসির নম্বরে অসংগতি—তদন্ত কমিটির পরিবর্তন চান পরীক্ষা নিয়ন্ত্রক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নম্বরে অসংগতির বিষয়ে তদন্ত চলছে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নম্বরে অসংগতির বিষয়ে তদন্ত চলছে  © ফাইল ফটো

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নম্বরে অসংগতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তখন সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তবে পরে আরো এক সপ্তাহ সময় বাড়ানো হলেও প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। এরইমধ্যে বুধবার (২ মার্চ) তিন সদস্যের কমিটির প্রধানসহ দুজনকে পরিবর্তনের আবেদন করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, তদন্ত কমিটির আহ্বায়ক ও ১ নম্বর সদস্যকে পরিবর্তন করে নিরপেক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে তদন্ত করার আবেদন করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক। গত বছরের এইচএসসি পরীক্ষার বোর্ডের সার্ভারের তথ্য পেনড্রাইভে বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় এ তদন্ত চলছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীমের কাছে লিখিত অভিযোগে তিনি দুই সদস্যের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রতিবেদনে প্রভাব বিস্তারেরও আশঙ্কা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ইউক্রেনে নিহত হাদিসুর পড়েছেন চট্টগ্রাম মেরিনে, বলেছিলেন—ভালো আছি

তবে বুধবার বিকেল পর্যন্ত এ চিঠি হাতে পাননি বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীম। তিনি গণমাধ্যমকে বলেছে, ‘কমিটির একজন চট্টগ্রামের এক স্বনামধন্য কলেজের অধ্যক্ষ। তাকে সরকার নিয়োগ দিয়েছে। আরেকজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। তাদের রাজনৈতিক পরিচয় কী, সে বিষয়ে কোনো তথ্য নেই। অভিযোগ এলে আমরা দেখব।’

এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘তদন্ত কমিটির তিনজনের মধ্যে দুজনকে পরিবর্তন করাসহ বিভিন্ন বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছি। তদন্ত কমিটি প্রশাসনের পক্ষে উদ্দেশ্যমূলক প্রতিবেদন দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কমিটির দুজনকে পরিবর্তন করে পুনঃ তদন্ত হওয়া দরকার।’


সর্বশেষ সংবাদ