স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল করে আদেশ জারি 

এইচএসসি পরীক্ষার্থী
এইচএসসি পরীক্ষার্থী  © ফাইল ছবি

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে আদেশ জারি করেছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে পরীক্ষার্থীদের কোন উপায়ে মূল্যায়ন করা হবে সে বিষয়ে সুস্পষ্ট কোন তথ্য জানানো হয়নি আদেশে।মঙ্গলবার (২০ আগস্ট) কমিটির পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে আদেশ জারি করা হয়। 

এর আগে সচিবালয়ে ঢুকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের রুমের সামনে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হন কর্মকর্তারা। 

আরও পড়ুন : এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল

পরে বিকেল পৌনে ৫টার দিকে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। ফল কীভাবে হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন : এইচএসসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে, পরীক্ষা পেছাবে

পরীক্ষায় না দেয়ার দাবিতে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থী না দেয়া দাবি জানিয়ে তারা বলেন, এরইমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। কারণ হিসেবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনায়ও ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন তারা।

আরও পড়ুন :  অর্ধেক প্রশ্নোত্তরেও ‘না’, ‘সাবজেক্ট ম্যাপিং’য়ের মতো বিকল্প দাবি পরীক্ষার্থীদের

এর আগে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার সকালে সচিবালয়ে এক জরুরি সভায় ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এছাড়া, ১০০ নম্বরের প্রশ্ন থেকে ৫০ নম্বরের উত্তর দেয়ার মাধ্যমে অর্থাৎ অর্ধেক প্রশ্নোত্তরে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করায় পরে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন কর্মকর্তারা। 


সর্বশেষ সংবাদ