বাঘাইছড়িতে আগের রুটিনে এইচএসসি পরীক্ষা শুরু কাল

বন্যার পানিতে ডুবে যায় কাচালং সরকারি কলেজ
বন্যার পানিতে ডুবে যায় কাচালং সরকারি কলেজ  © সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এতে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। উপজেলার কাচালং সরকারি কলেজ থেকে পানি নেমে যাওয়ায় স্থগিত এইচএসসি পরীক্ষা রোববার (৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। আগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে। 

বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার রোববার থেকে আগের রুটিনে পরীক্ষা চলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বন্যার কারণে স্থগিত করা হয় ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা। এ পরীক্ষার সময়সূচি শিগগিরই জানানো হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: বন্যায় ৬৬ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের মাটি ও আটকে পড়া কচুরিপানা পরিষ্কার করছেন যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। তারা স্বেচ্ছাশ্রমে উপজেলার কলেজ রোড, উগলছড়ি সড়ক ও মধ্যম বাঘাইছড়ি সড়কের কচুরিপনা সরাচ্ছেন। এছাড়া বন্যার পানিতে ডুবে নিহত দুই শিশুর পরিবারকে ৩০ হাজার টাকা দিয়েছে উপজেলা প্রশাসন।

 

সর্বশেষ সংবাদ