এসএসসি পরীক্ষার বিষয়ে রাজশাহী বোর্ডের সাত নির্দেশনা

রাজশাহী শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি, এসএসসি/দাখিল (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল রোববার (৩০ এপ্রিল)। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাত দফা নির্দেশনা দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সুষ্ঠুভাবে ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নলিখিত বিষয়ের প্রতি সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে-

১. ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সুষ্ঠুভাবে ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষার্থীগণ পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করবে।

২. পরীক্ষার্থীগণ কোন প্রকার ইলেকট্রোনিক্স ডিভাইস বা অবৈধ কাগজপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

৩. পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব ছড়ানো যাবে না।

৪. নকল করা বা অসদুপায় অবলম্বন করা একটি সামাজিক ব্যাধি।

৫. সম্মানিত অভিভাবকগণ বিনা কারণে পরীক্ষা কেন্দ্রের সামনে জটলা করবেন না।

৬. এ সকল কাজে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭. স্বাস্থ্যবিধি রক্ষা করে পাবলিক পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে গ্রহণের জন্য অভিভাবক, স্থানীয় প্রশাসন ও শিক্ষকগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ