জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম পর্বের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের মাস্টার্স প্রথম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (৫ মার্চ) এই ফলাফল প্রকাশ করা হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করলো পুলিশ

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে এ পরীক্ষায় মোট ১ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৩৯ শতাংশ। পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।

উল্লেখ্য, মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার তত্ত্বীয় বিষয়সমূহের পরীক্ষা গতবছরের ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলে।


সর্বশেষ সংবাদ