১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে কয়েক মুহূর্ত পরই

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সাড়ে ১১টার পর
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সাড়ে ১১টার পর  © ফাইল ছবি

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা দেওয়া প্রায় ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আর কয়েক মুহূর্ত পরেই। পরীক্ষার ফলাফল আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখা যাবে। এ ছাড়া এসএমসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এর আগে প্রধানমন্ত্রী ফলাফল ঘোষণার পর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

দুপুর সাড়ে ১২টায় ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাজধানীর সেগুনবাগিচাস্থ আর্ন্তজাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

২০২২ সালে ১২ লাখ তিন হাজার ৪০৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন। মাদ্রাসা শিক্ষাবোর্ডের আলিম পরীক্ষায় দুই হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের  ৯৪ হাজার ৭৬৩ জন ৪৪৮টি কেন্দ্র পরীক্ষায় অংশ নেয়। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার্থী ছিল এক লাখ ২২ হাজার ৯৩১।

ইতিমধ্যে ফলাফল প্রকাশের বিষয়ে অফিস আদেশ জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কারী ঢাকা শিক্ষা বোর্ড। জানা গেছে, ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ফলাফল প্রকাশ হওয়ার পর একযোগে কলেজে, পরীক্ষার কেন্দ্রে, শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করে ফলাফল দেখা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল দেখতে ওয়েবসাইটের (www.dhakaeducationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমেও রেজাল্ট ডাউনলোড করা যাবে।

একইভাবে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে লগ-ইন অপশনে EIIN ও পাসওয়ার্ড (কলেজের পাসওয়ার্ড) ব্যবহার করতে হবে। রেজাল্ট মেনুবারে ক্লিক করার পর HSC-2022 Result এ ক্লিক করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফল দেখা যাবে।

ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বরের মাধ্যমে ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: এইচএসসির ফল প্রকাশ আজ, কখন কীভাবে দেখবেন

এ ছাড়া কেন্দ্রের জন্য প্রথমে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ডানপাশে HSC-2022 Centre Panel অপশনে login করতে হবে। এরপর কেন্দ্রকোড, পাসওয়ার্ড দিয়ে (যে পাসওয়ার্ড  দিয়ে HSC পরীক্ষার তথ্য পাঠানো হয়েছে সে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে) সংশ্লিষ্ট কেন্দ্রের ফলাফল দেখা যাবে।

এসএমএসে ফলাফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন- ঢাকা বোর্ডের ক্ষেত্রে HSC Dha 123456 2022 Send to 16222।

মাদ্রাসা বোর্ডের আলিমের ফল পেতে মেসেজ অপশনে গিয়ে Alim লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

পরীক্ষার্থীরা এসএমএস’র মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফলাফল জানতে পারবে। ফল প্রকাশের পূর্বে প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম- যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে- HSC<>Board Name (First 3 Letter) <> Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

যেমন-বরিশাল শিক্ষা বোর্ডের জন্য HSC<>Bar <> Roll <> 2022 Send to 16222। ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।


সর্বশেষ সংবাদ