এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, এসএসসির ফলে বিভ্রাট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৭:০৯ PM
সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, জিৎ চন্দ্র মহন্ত নামে এক শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুধু গণিত পরীক্ষায় অংশ নিলেও তাকে দুই বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে।
জিৎ চন্দ্র মহন্ত জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিতে অকৃতকার্য হয়। চলতি বছর শুধু গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেন তিনি। তবে ফলাফল প্রকাশ হলে দেখা যায়, সে গণিত ছাড়াও কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে কৃষি বিষয় অন্তর্ভুক্ত ছিল না।
এ বিষয়ে জিৎ চন্দ্র মহন্ত বলেন, ‘আমি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শুধু গণিতে ফেল করেছিলাম। সে অনুযায়ী ২০২৫ সালে শুধুই গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু এখন ফলাফলে দেখছি আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে। কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যে ছিলই না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখে বিস্মিত হয়েছি।’
বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, ‘বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমন হতে পারে। নম্বরপত্র দেওয়ার সময় সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি। কৃষি চতুর্থ বিষয় হওয়ায় চূড়ান্ত ফলাফলে সমস্যা হওয়ার কথা নয়। গণিতে পাস করলে মোট ফলাফলেও পাস দেখাবে। তবে আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানাব।’