এসএসসি পরীক্ষার্থীদের গণিত : যেসব অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ

  © সংগৃহীত

অনেক শিক্ষার্থীর কাছেই গণিত বেশ ভীতির একটি বিষয়। তবে কৌশলে প্রস্তুতি নিলে গণিতেও ভালো ফল করা সম্ভব। এসএসসি পরীক্ষায় গণিতে শিক্ষার্থীদের ভালো করার জন্য কার্যকরী কিছু কৌশল আছে। গণিতে ভালো করতে হলে ভয় নয়, চাই নিয়মিত চর্চা ও সঠিক কৌশল। তাই মনোবল হারানো চলবে না। আত্মবিশ্বাস অটুট রাখবেন। প্রশ্নগুলো বারবার পড়তে থাকবে। গণিতে ‘দক্ষতা’ গড়ে ওঠে ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে। নিজেকে সময় দিন, চর্চা করুন, আর আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিন।

জেনে নেওয়া যাক কার্যকরী কিছু কৌশল—

১. পাঠ্যবইই মূল হাতিয়ার– প্রতিটি অধ্যায়ের উদাহরণ ও অনুশীলনী ভালোভাবে আয়ত্ত করুন।

২. সূত্র মুখস্থ নয়, বুঝে শিখুন– প্রতিটি সূত্রের প্রয়োগ বুঝে নিন এবং নিজে নিজে উদাহরণ তৈরি করে অনুশীলন করুন।

৩. বিগত বছরের প্রশ্ন অনুশীলন করুন– সময় ধরে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করুন।

৪. জ্যামিতিতে চিত্র আঁকায় মনোযোগ দিন– স্পষ্ট, সঠিক ও পরিপাটি চিত্র পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করে।

৫. ভুলগুলোকে ভয় নয়, শেখার সুযোগ ভাবুন– যে অঙ্কে ভুল করেছেন, তা আবার করুন এবং কারণ বুঝে ঠিক করুন।

৬. পরীক্ষার সময় ব্যবস্থাপনা শিখুন– প্রথমে সহজ প্রশ্ন, পরে কঠিন প্রশ্ন; এই কৌশল কাজে লাগান।

৭. আত্মবিশ্বাস রাখুন– আপনি পারবেই, শুধু নিয়মিত অনুশীলন করুন।

যে অধ্যায়গুলো বেশি গুরুত্ব দেবে–
ক. বিভাগ (বীজগণিত অংশ)
২য় অধ্যায় (আসবেই)
৩য় অধ্যায় (আসবে)
১৩শ অধ্যায় (আসবেই)

খ. বিভাগ (জ্যামিতি অংশ) 
৭ম অধ্যায় (আসবেই)
৮ম অধ্যায় (আসবেই)

গ. বিভাগ (ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ)
১০ অধ্যায় (আসবেই)
১৬.৩, ১৬.৪ (আসবেই)

ঘ. বিভাগ (পরিসংখ্যান অংশ)
১৭শ অধ্যায় (আসবেই)

আসাদুর রহমান আসাদ, সহকারী শিক্ষক (গণিত), নিমতলা মাধ্যমিক বিদ্যালয় ও পরিচালক মডুলাস ম্যাথ পয়েন্ট, মিরপুর, কুষ্টিয়া।


সর্বশেষ সংবাদ