জ্বলছে ইসরায়েলের দখলকৃত জেরুজালেম, দাবানলে পুড়ছে পাহাড় ও বনাঞ্চল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মে ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
দখলদার ইসরায়েলের পশ্চিম জেরুজালেমের পাহাড়ি অঞ্চলজুড়ে দাবানলের ভয়াবহ দৃশ্য যেন এক বিপর্যয়ের চিত্র আঁকছে। বুধবার সকালে হঠাৎ করেই ছড়িয়ে পড়া আগুন দ্বিতীয় দিনেও নেভানো সম্ভব হয়নি। বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুনে চারদিক ধোঁয়ায় ঢেকে গেছে, জ্বলছে হাজার হাজার একর ভূমি।
টাইমস অব ইসরায়েল জানায়, তীব্র বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে প্রায় ৫ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে, যার মধ্যে ৩২০০ একর বনাঞ্চল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি হলো মোদি’ইনের কানাডা পার্ক।
ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের শতাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ইউরোপীয় সহযোগিতায় আকাশপথেও ফায়ারফাইটিং চলছে। স্থানীয় রাস্তাগুলো খুলে দেওয়া হলেও আতঙ্ক রয়ে গেছে—আগুন যেকোনো সময় আবার ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, বনাঞ্চলে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণের চেয়ে এখন মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।