গুজরাটে ‘বাংলাদেশিদের’ ঘরবাড়ি গুড়িয়ে দিল ভারত

ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে ভারত
ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে ভারত  © সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদের চান্দোলা লেক এলাকায় বসবাসরত ‘বাংলাদেশিদের’ ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে বেআইনিভাবে গড়ে উঠা ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া শুরু হয়। 

এর আগে গত শনিবার ভোর রাত থেকে  সোমবার রাত পর্যন্ত ওই এলাকা থেকে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। তাদের মধ্যে অবশ্য মাত্র ৪৫০ জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি এবং বেআইনিভাবে গুজরাটে থাকছিলেন। বিষয়টি জানিয়েছিলেন রাজ্যের পুলিশ মহা-নির্দেশক বিকাশ সহায়।

এরপরেই আহমেদাবাদের ওই অঞ্চলে কথিত বাংলাদেশিদের বাড়ি-ঘর ভাঙা শুরু হলো।

পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শরদ সিংহল সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “সিয়াসতনগর বাঙাল ভাস’ নামের একটি এলাকার অধিকাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী। আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন একটি সমীক্ষা চালিয়ে দেখেছিল যে অনেক বেআইনি নির্মাণ আছে সেখানে।

মঙ্গলবার সকাল থেকে ৫০টি বুলডোজার এবং প্রায় দুই হাজার পুলিশ কর্মীকে ওই ঘর ভাঙার কাজে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সিংহল।

ভোররাতের অপারেশন শুরুর আগে থেকেই অবশ্য স্থানীয় মানুষদের বাড়িঘর খালি করে চলে যেতে দেখেছেন ঘটনাস্থলে রাত থেকেই উপস্থিত থাকা বিবিসির সংবাদদাতারা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence