পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে সব রাজ্যকে নির্দেশ অমিত শাহের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫০ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৯ PM
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তানি নাগরিকদের খুঁজে ফেরত পাঠানোর জন্য সব রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) মুখ্যমন্ত্রীদের ফোন করে তিনি বলেছেন, ভিসা বাতিল করার পর পাকিস্তানিদের শনাক্ত করে দ্রুত ফেরত পাঠাতে হবে।
কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পর্যটকদের হত্যার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করে ভারত। সেসব ব্যবস্থার অন্যতম হচ্ছে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা। সাধারণ নাগরিকদের ভিসা বাতিল কার্যকর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ৪৮ ঘণ্টা পর শুক্রবার রাত থেকে। মেডিকেল ভিসা নিয়ে যারা চিকিৎসার জন্য ভারতে এসেছেন, তাদের ফিরে যেতে বলা হয়েছে ২৯ এপ্রিলের পর।
ভিসাসংক্রান্ত দুই নির্দেশ যাতে যথাযথভাবে কার্যকর করা হয়, সে জন্য মুখ্যমন্ত্রীদের তৎপর হতে বলেছেন অমিত শাহ। ফোন করে তাদের বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে কার্যকর করতে হবে। নির্দিষ্ট সময়ের পর পাকিস্তানি নাগরিকেরা যাতে দেশে থাকতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশ প্রসঙ্গে মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি। সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতিও জারি করা হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যমে এই নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে, অমিত শাহ নিজে ফোন করে মুখ্যমন্ত্রীদের ওই নির্দেশ দিয়েছেন। [সূত্র: আনন্দবাজার]